প্যারাগুয়ের নির্বাচন কেন গুরুত্বপূর্ণ

কেন আপনার প্যারাগুয়ের নবনির্বাচিত প্রেসিডেন্ট সম্পর্কে চিন্তা করা দরকার

এল সুরতির অলঙ্করণ

মূলত এল সুরতিতে প্রকাশিত এই নিবন্ধটি একটি অংশীদারিত্ব চুক্তির অধীনে গ্লোবাল ভয়েসেসে পুনঃপ্রকাশিত। গ্লোবাল ভয়েসেস প্রাসঙ্গিক অনুচ্ছেদ যোগ করেছে।

প্যারাগুয়েতে ৩০ এপ্রিল তারিখে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে ক্ষমতাসীন রক্ষণশীল দল পার্টিডো কলোরাডো (কলোরাডো পার্টি) এর সান্তিয়াগো পেনা একটি অপপ্রচারে ভরা প্রচারণার মধ্যে ৪২.৭ শতাংশ ভোট জিতেছে। যার ফলে পার্টিডো কলোরাডো ২০০৮ থেকে ২০১৩ সময়কাল ছাড়া গত ৭৬ বছর ধরে দেশে তার নেতৃত্বাধীন শাসন বজায় রাখবে।

এই নির্বাচনে পেনা এফ্রেন আলেগ্রে ও তার বিরোধী রক্ষণশীল জোট কনসের্তাসিওন ন্যাসিওনালের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এই নির্বাচনে তৃতীয় প্যারাগুয়ের প্রাক্তন সিনেটর ৩ মে প্যারাগুয়াইয়ো কুবাসের সমর্থকরা তাদের “বিশাল জালিয়াতি“র নিন্দা করে আসুনসিওনে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হলেও কর্তৃপক্ষ বা এসব নির্বাচনের পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থাগুলি জালিয়াতির কোনো প্রমাণ নথিভুক্ত করেনি।

এই দেশের বাইরে নির্বাচনগুলি অলক্ষিত হলেও আন্তর্জাতিক সম্পর্ক, জলবায়ু পরিবর্তন এবং নবায়নযোগ্য জ্বালানীর পরিপ্রেক্ষিতে এগুলি এখনো আন্তর্জাতিকভাবে তাৎপর্যপূর্ণ। জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই নির্বাচনগুলি গুরুত্বপূর্ণ হওয়ার কিছু কারণ এখানে দেওয়া হলো:

এল সুরতির অলঙ্করণ

প্যারাগুয়েই একমাত্র দক্ষিণ আমেরিকার দেশ এখনো যার সাথে তাইওয়ানের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তবে চীনের সাথে সম্পর্ক শুরুর অভ্যন্তরীণ চাহিদা বাড়ছে। চীন হলো প্যারাগুয়ের আমদানির অন্যতম প্রধান উৎস যা থেকে ২০২১ সালে তার মোট ৩০ শতাংশ এসেছে।

চীনের দৃষ্টিতে তাইওয়ান একটি বিদ্রোহী প্রদেশ এবং এই দ্বীপ দেশটির রাষ্ট্র পর্যায়ে সম্পর্ক স্থাপনের কোন অধিকার নেই বলে মনে করে। চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী যেকোনো দেশের ক্ষেত্রে এই  অবস্থানটি প্রয়োগ করা হয়।

অর্থনীতিবিদ ফার্নান্দো মাসির মতে, “সান্তিয়াগো পেনার চেয়ে আলেগ্রের সরকারের সাথে আগামী পাঁচ বছরের মধ্যে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আরো বেশি সুযোগ থাকতো।” আপাতত রাষ্ট্রপতি-নির্বাচিত পেনা তাইওয়ানের সাথে তার আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

এল সুরতির অলঙ্করণ

জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ প্যারাগুয়ের প্রাক্তন রাষ্ট্রপতি হোরাসিও কার্তেস ও দেশটির বর্তমান উপ-রাষ্ট্রপতি উগো ভেলাজকেজের বিরুদ্ধে দুর্নীতির জন্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে। দুজনেই পার্টিডো কলোরাডোর সদস্য, যার মধ্যে কার্তেস পার্টির নেতাও। পার্টিডো কলোরাডো আবার জিতলেও এই রাজনীতিবিদদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এই নির্বাচনে কিছু ভোটারকে প্রভাবিত করেছে

যুক্তরাষ্ট্রের সাথে একটি বিতর্কিত চুক্তি অনুমোদন করবে কিনা সেই সিদ্ধান্ত অবশ্যই প্যারাগুয়ের কংগ্রেস নেবে। এর সাথে প্যারাগুয়ে নদী ও প্যারাগুয়ে-পারানা জলপথ জুড়ে একটি নাব্য পরিকল্পনা তৈরি জড়িত। পারানা নদী ব্রাজিল, প্যারাগুয়ে ও আর্জেন্টিনার মধ্য দিয়ে প্রবাহিত একটি দীর্ঘ নদী। এই জলপথের মাধ্যমে প্যারাগুয়ে তার বাণিজ্যের ৮০ শতাংশ পরিবহন করে। এই জলপথের নির্মাণ দক্ষিণ আমেরিকার বিভিন্ন বাস্তুতন্ত্রের জন্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটি ঝুঁকি তৈরি করবে বিজ্ঞানীরা তার রূপরেখা দিয়েছে।

প্যারাগুয়েও কোকেন-পাচারের একটি প্রধান গলিতে পরিণত হয়েছে এবং এটি এই অঞ্চলে ক্রমবর্ধমানভাবে পাওয়া নিষিদ্ধ সিগারেটের অন্যতম প্রধান উৎপাদক। এটি একটি বৃহত্তম গাঁজা উৎপাদনকারী হলেও এটি এখনো এই দেশে অবৈধ। তবে সিনেটের একটি নতুন খসড়া আইন এটি পরিবর্তন করতে পারে।

এল সুরতির অলঙ্করণ

আগস্টে প্যারাগুয়ে ও ব্রাজিল তাদের আধাআআধি মালিকানার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইতাইপু জলবিদ্যুৎ প্রকল্পের চুক্তিটি পর্যালোচনা করবে।

ইতাইপু বিশ্বের অন্যতম বৃহৎ নবায়নযোগ্য শক্তি উৎপাদনকারী। তাই শক্তি রূপান্তরের ক্ষেত্রে এটি অপরিহার্য।

এল সুরতির অলঙ্করণ

প্যারাগুয়ের চাকোর বৈধ ও অবৈধ বন উজাড় এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে জড়িত। গত কয়েক বছর ধরে গ্রান চাকো শুষ্ক বনও বড় দাবানলতীব্র খরার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্জেন্টিনা ও জর্মন বিজ্ঞানীদের পরিচালিত গবেষণা অনুসারে, এই অঞ্চলে সঞ্চিত কার্বন পূর্বের ধারণার চেয়ে ১৯ গুণ বেশি। পেনা ২০২৩ সালের এপ্রিলে পরিবেশ পুনরুদ্ধারে তার সমর্থন টুইট করেন

Exit mobile version