এল সালভাদরে পিসবি ভাষার “ডিজিটাল পাঠ্যবই”–এর জন্যে রেকর্ডিং

DSC02115

এটা আমাদের আদিবাসী ভাষার ডিজিটাল অ্যাক্টিভিজমের জন্যে মাইক্রো-অনুদান –এর সুবিধাভোগী প্রকল্প সম্পর্কে দ্বিতীয় আপডেট। এই উদ্যোগের অংশ হিসেবে গ্রাহকেরা তাদের অগ্রগতিকে আলোকপাত করে নিবন্ধ লিখবেন।

ক্যাকাওপারা – এল সালভাদরের কাকায়ারা আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের ভাষা পুনরুজ্জীবন প্রকল্পের অংশ হিসেবে পিসবি ভাষায় একটি ডিজিটাল “পুস্তিকা” সৃষ্টির জন্যে সফলভাবে অডিও রেকর্ডিং অধিবেশনটি সম্পন্ন করেছেন।

রাইজিং ভয়েসেস সংগঠনের অর্থায়নে চালিত প্রকল্পটিতে উইনাকা সংগঠনের সব বয়সের সদস্য জড়িত। তারা প্রকল্পটির উন্নয়নের জন্যে রাইজিং ভয়েসেসের দান করা উপকরণ ব্যবহার করে ভাষার মাধ্যমে নিজেদের পরিচয় এবং পূর্বপুরুষের ঐতিহ্য জোরদার করতে ইচ্ছুক এবং যোগাযোগ, উচ্চারণের মৌলিক অনুশীলন এবং ডিজিটাল উপকরণ ব্যবস্থাপনার মূলনীতির উপর ভিত্তি করে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন।

অডিও রেকর্ডিং অধিবেশনগুলো চলাকালীন আদিবাসী কাকায়ারা অংশগ্রহণকারীরা স্প্যানীয় ভাষায় অনুবাদসহ পিসবিতে লিখিত সংলাপ প্রস্তুত করেছেন। পাঠগুলোতে আরো অনেক কিছুর মধ্যে মৌলিক শুভেচ্ছা জ্ঞাপন, দৃষ্টিভঙ্গী সম্পর্কিত শব্দ, সংখ্যা এবং রং অন্তর্ভুক্ত ছিল।

ডিজিটাল পুস্তিকাগুলো এল সালভাদর বিশ্ববিদ্যালয় –এর ক্যাকাওপারা কমিউনিটির তৈরি পিস্তাকা কিরিকা গিনা  সংকলন, টাটা মিগুয়েল অ্যাম্যায়ার সমন্বয়ে এবং কন্সুয়েলো রোকে ও আন্তোনিও ইচেভেরিয়ার গবেষণার উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে।

প্রকল্পটির উন্নয়নকারী সালভাদরীয় জাতীয় আদিবাসী পর্ষদ (সিসিএনআইএস) মনে করে যে অলিখিত ও অনথিভুক্ত ভাষাগুলো হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানবতা শুধু একটি মহান সাংস্কৃতিক ঐশ্বর্য ছাড়াও বিশেষ করে ঐসব আদিবাসী ভাষাগুলোতে ধারণ করা পূর্বপুরুষের জ্ঞানও হারিয়ে ফেলে।

Exit mobile version