এক অ্যানিমেশন ভিডিও আফ্রিকার মানবাধিকার ও নাগরিক অধিকার আদালতের ক্ষমতা ব্যাখ্যা করছে

A screenshot of the animation video.

অ্যানিমেশন ভিডিওর স্ক্রিনশট

ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ফর এডুকেশন, সায়েন্স এন্ড কালচার (ইউনেস্কো), দি ফেডারেল এন্টারপ্রাইজ ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন এবং বৃটিশ মানবাধিকার সংস্থা আর্টিকেল ১৯ নামক সংগঠন সমূহ মিলে ইউটিউবে আফ্রিকার মানবাধিকার এবং নাগরিক অধিকার আদালত বিষয়ে একটি অ্যানিমেশন ভিডিও প্রদর্শন করছে।

তানজানিয়ার আরুশায় অবস্থিত আফ্রিকার মানবাধিকার এবং নাগরিক অধিকার আদালত হচ্ছে আফ্রিকার রাষ্ট্রসমূহের দ্বারা স্থাপিত আফ্রিকা মহাদেশের এক বিশেষ আদালত যা আফ্রিকার নাগরিক অধিকার রক্ষায় কাজ করে। এই আদালত আফ্রিকান কমিশন অন হিউম্যান এন্ড পিপলস রাইটের পরিপূরক। যেখানে আফ্রিকান কমিশন নিছক সুপারিশ প্রদান করে, সেখানে এই আদালতের আদেশ অবশ্যই পালন করতে হয়।

এই আদালত আফ্রিকান চার্টার অন হিউম্যান এন পিপলস রাইটস-এর চুক্তির অধীনে আফ্রিকার মানবাধিকার এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য স্থাপিত হয়েছে। এই ভিডিও অনুসারে, সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত আফ্রিকার মাত্র ৩০ টি রাষ্ট্র এই চুক্তিকে স্বীকৃতি দিয়েছে।

এই ভিডিও তুলে ধরছে, আদালত ইতোমধ্যে আফ্রিকার মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২০১৪ সালে আদালত নির্দেশ জারি করে যে সমালোচনা করার কারণে কাউকে কারাদণ্ড প্রদান করা মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন। একই বছরে আদালত বুরকিনাবের অনুসন্ধানী সাংবাদিক এবং প্রকাশক নরবার্ট জঙ্গোর খুনের ঘটনার পুনরায় তদন্তের নির্দেশ দেয়

যে শিল্পী এই অ্যানিমেশন নিয়ে কাজ করেছেন, তিনি ভেনেজুয়েলার নাগরিক এবং তার নাম জুয়ান কার্লোস হার্নানদেজ রামিরেজ

ফরাসি এবং আরবী ভাষাতেও এই ভিডিও দেখা যাবে।

Exit mobile version