গ্লোবাল ভয়েসেস-এর এ সপ্তাহের পডকাস্টঃ স্বাধীনতা, নিয়ন্ত্রণ নয়

এই সপ্তাহে আমারা আপনাদের নিয়ে যাব ভারত নিয়ন্ত্রিত কাশ্মির, নেপাল, এবং চীনে। আমরা একই সাথে আমাদের গ্লোবাল ভয়েসেস এর কন্টিবিউটার এঞ্জেল ক্যারিঅন-এর সাথে কথা বলেছি, যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ন্ত্রণ বোর্ডের বিরুদ্ধে পুয়োর্টোরিকানদের বিরোধীতা নিয়ে। মায়ানমারের এক কর্মকর্তার প্রতি সমর্থন আসতে থাকার ঘটনা নিয়ে নিয়ে আমরা থান্ট সিন-এর সঙ্গে কথা বলেছি, যে কর্মকর্তা কট্টর জাতীয়তাবাদী এক বৌদ্ধ দলের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখিয়েছে। .

এই সংখ্যার রয়েছে কিশলয় মুখার্জি,ভিশাল মানভে,সঞ্জীব চৌধুরী,ওয়াইন লাম, এ্যাঞ্জেল ক্যারিওন এবং থান্ট সিন এর–এর লেখা প্রবন্ধ । আমাদের সকল লেখক, অনুবাদক এবং সম্পাদককে ধন্যবাদ যারা এই কাজটি সম্ভব করতে সাহায্য করেছে।

গ্লোবাল ভয়েসেস-এর এই পর্বে, ফ্রি মিউজিক আর্কাইভ থেকে আমরা কিছু ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স মিউজিক তুলে ধরছি, যার মধ্যে রয়েছে জাহাজ্জার-এর প্লিজ লিসেন কেয়ারফুলি; ক্রাককাটাও-এর দি ইউনিভার্সাল ফ্লাফ থিউরি;অ্যালান সিঙ্গালে–এর অ্যানামরফিক অর্কেস্ট্রা;ব্লু ডট সেশন এর অরিগামি ১৭২৬;ফিল রিয়াভিস এর ড্রাইভিং মি ব্যাকওয়ার্ড এবং কোরি গ্রে-এর কারক্রাশল্যান্ডার ইনুস্ট্রুমেন্ট

সাউন্ডক্লাউডে ব্যবহৃত থাম্বনেইল ছবিটি আন্দ্রেস মুস্তা-এর। এটি ফ্লিকারে আপলোড করা হয়েছে। ২ জানুয়ারি,২০১২–এ এই ছবিটি তোলা হয়েছে (সিসিবাই-এনসি-এনডি ২.০)।

 

 

https://ia801507.us.archive.org/34/items/GVEpisode10/GVEpisode10new.mp3?_=1
Exit mobile version