কম্বোডিয়ার বিংশ শতাব্দীতে তোলা কিছু দুর্লভ ছবির মাধ্যমে পুরনো সময়ে ঘুরে আসুন

Elephants in front of the Royal Palace

রাজবাড়ীর সামনে হাতি

ফরাসি আর্কাইভ ‘ন্যাশনালেস ডি আউটরে-মের’ (বৈদেশিক আর্কাইভকেন্দ্র) তাঁদের সংগ্রহে থাকা কয়েক হাজার ছবি ডিজিটাইজড করেছে, যার মধ্যে রয়েছে ফরাসি-ইন্দোচীন এর সাথে সম্পর্কিত ঐতিহাসিক সব নথিপত্র। আমরা সেই ডিজিট্যাল গ্রন্থাগারে অনুসন্ধান চালিয়েছি এবং ১৯২০ এবং ১৯৩০ সালের কম্বোডিয়ার বিরল কিছু ছবি খুঁজে পেয়েছি।

১৮৬৭ সালে কম্বোডিয়া একটি ফরাসি উপনিবেশ হয়ে ওঠে এবং ১৯৫৩ সালে স্বাধীনতা লাভ করে। ছবিগুলো ফরাসি ঔপনিবেশিক শাসনামলে কম্বোডিয়ায় দৈনন্দিন জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছে। যারা শুধু কম্বোডিয়ার ঔপনিবেশিক শাসনামলের অতীত নয় বরং এর সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে আরো কিছু জানতে আগ্রহী তাঁদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ সম্পদ।

ডিজিটাল আর্কাইভে কিছু গ্রামীণ দৃশ্যগুলো পরিচিত কিন্তু সেখানে বিদ্যমান শহুরে ল্যান্ডস্কেপের অনেক কিছুই ইতিমধ্যে বিলীন হয়ে গেছে, যেগুলো নম পেন এবং কম্বোডিয়ার অন্যান্য শহরের দ্রুত বিবর্তনের প্রমাণ বহন করে।

নীচের ছবিগুলো প্রাচীন কম্বোডিয়ার সৌন্দর্য তুলে ধরেছে, যেটি এক সময় ‘পার্ল অব এশিয়া’ (এশিয়ার মুক্তা) নামে পরিচিত ছিল:

অ্যাংকর ওয়াট এর ধ্বংসাবশেষ

উপর থেকে অ্যাংকর ওয়াট মন্দিরের দৃশ্য

নম পেন পাবলিক লাইব্রেরি

বাটাম্বাং শহরের বাজারে

কাম্পট মাছ বাজার

নম পেনে সিলভার বুদ্ধ মন্দিরে কিছু ভিক্ষু। ছবিঃ টেটারড (রেনে)

রাজকীয় প্রাসাদ, নম পেনে সিলভার বুদ্ধ মন্দির। ছবিঃ টেটারড (রেনে)

ছবিঃ টেটারড (রেনে)

নম পেনের জাতীয় সংসদ। ছবিঃ লিবাইলি

নম পেনের বাজার এলাকা। ছবিঃ লিবাইলি

অপথ্যালমোলজিক্যাল ইনস্টিটিউট। ছবিঃ বিজি (লিওন)

নম পেনের একটি হাসপাতাল। ছবিঃ বিজি (লিওন)

নম পেনের রাজকীয় প্রাসাদ। ছবিঃ বিজি (লিওন)

নম পেনের একটি স্কুল

বাটামব্যাঙে একটি চীনা স্কুল ভবন। ছবিঃ পরিষেবা সিনে (ব্যুরো প্রেসে তথ্য)

নম পেনে একটি স্কুল পরীক্ষা

Exit mobile version