ইকুয়েডরে ইন্টারনেট বাক স্বাধীনতা এবং পরিচয় গোপন রাখার বিষয়টিকে রক্ষা করা

Organizaciones que del Ecuador, Internacionales y de distintos países que se adhirieron al Manifiesto.

ইকুয়েডর মত প্রকাশের স্বাধীনতা, পরিচয় গোপন রাখা, এবং অনলাইন গোপনীয়তার ঘোষণা সনদে স্বাক্ষরকারী।

নাম পরিচয় গোপন রাখা এবং ইন্টারনেটের বিদ্রুপের মত বিষয় সরকারি নিন্দা সত্ত্বেও বেশ কিছু জাতীয় এবং আন্তর্জাতিক সংগঠন ইকুয়েডরের মত প্রকাশের স্বাধীনতা, পরিচয় গোপন রাখা এবং অনলাইন গোপনীয়তা সনদে স্বাক্ষর করছে

আভ্যন্তরীণ স্বাক্ষরকারী সংগঠন সমূহ হচ্ছে ইউসারিওস ডিজিটালেস এবং ফুনডামেডিওস, অন্যদিকে আন্তর্জাতিক এবং বিদেশী যে সমস্ত দল এই প্রচারণায় যোগ দিয়েছে সেগুলো হচ্ছে এসেস, ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন, ডেরেচোস ডিজিটালেস (চিলি), অফিসিনা এন্টিভিজিলানসিয়া (ব্রাজিল), ফাউন্ডাসিওন কারিশমা (কলম্বিয়া), টেডিক (প্যারাগুয়ে), এ্যাসেসো লিব্রে (ভেনেজুয়েলা), কন্টিনজেন্টেএমএক্স (মেক্সিকো) এবং এনজাম্ব্রে ডিজিটাল (মেক্সিকো)।

যৌথ এই বিবৃতিতে গুরুত্ব প্রদান করা হয় যে ইন্টারনেটে পরিচয় গোপন রাখা কোন অপরাধ নয়:

আর ইকুয়েডোরের মত প্রকাশের স্বাধীনতা, পরিচয় গোপন রাখা এবং অনলাইন গোপনীয়তার ঘোষণাপত্র পড়তে এখানে প্রবেশ করুন।

Exit mobile version