ল্যাটিন আমেরিকার এ যাবতকালের সর্ববৃহৎ পরিবেশ শোভাযাত্রায় লিমার রাস্তায় হাজার হাজার নাগরিকের সমাগম

Indigenous communities at the forefront of the climate crisis led the march in Lima. Photo credit: Hoda Baraka

পরিবেশগত সমস্যার কারণে লিমায় যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায় তার সম্মুখ সারিতে অবস্থান করেছে। ছবি হোদা বারাকা-এর সৌজন্যে।

৩৫০.অর্গ-এর জন্য হোদা বারাকা এই প্রবন্ধটি লিখেছিলেন। ৩৫০.অর্গ হচ্ছে বিশ্ব পরিবেশবাদী আন্দোলনের জন্য গড়ে ওঠা একটি সংগঠন। কন্টেন্ট শেয়ার চুক্তি অনুসারে এই প্রবন্ধটি গ্লোবাল ভয়েসেস-এ ছাপা হয়েছে।

গত সপ্তাহে, এই অঞ্চলের প্রায় ১৫,০০০-এর মত নাগরিক লিমার রাস্তায় অনুষ্ঠিত এক শোভাযাত্রায় অংশ নেয়, যেটিকে তারা ল্যাটিন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় শোভাযাত্রায় পরিণত করে।

অঞ্চলগত ভিত্তিতে, জলবায়ু পরিবর্তনকে পরিবেশ, উন্নয়ন এবং মানবাধিকার বিষয় হিসেবে দেখা হয়, আর এ কারণে ১০ ডিসেম্বর, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এই শোভাযাত্রার আয়োজন কোন কাকতলীয় ঘটনা নয়। এতে “জলবায়ু পরিবর্তন নয়,পদ্ধতিগত পরিবর্তন আনার” আহ্বান জানানো হয়, এই শোভাযাত্রা জলবায়ু সংক্রান্ত সমস্যা মোকাবেলায় বিভিন্ন দলকে একত্রিত করেছে যারা বাস্তব সম্মত এবং শক্তিশালী কর্মকাণ্ডের দাবী জানায়।

এই শোভাযাত্রায় যে সমস্ত দল অর্ন্তভুক্ত ছিল তারা হচ্ছেঃ সম্প্রদায়, কৃষক, শ্রমিক, সংখ্যালঘু সম্প্রদায়, তরুণ এবং একই সাথে বিশ্বাসী দল। অতি সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত বিশাল এক পরিবেশ শোভাযাত্রার ঠিক পরে নাগরিকদের এই জলবায়ু শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং তা ক্রমশ বাড়তে থাকা বিশ্ব জলবায়ু আন্দোলনকে আরো বেগবান করে।

নীচে ধারাবাহিক কয়েকটি ছবিতে এই শোভাযাত্রার শক্তি, প্রাণ উচ্ছ্বলতা এবং বৈচিত্র্য ধরা পড়েছে।

আন্দিজ অঞ্চল (পেরু এবং বলিভিয়ার সীমান্ত অঞ্চলে এর অবস্থান) থেকে আসা এক নারীর ধরে রাখা ব্যানারে লেখা আছে “আসুন আমরা টিটিকাকা হ্রদকে” বাঁচাই, যে অঞ্চলের নাগরিকরা ল্যাটিন আমেরিকার সর্ববৃহৎ হ্রদকে রক্ষায় কর্মসূচির আহ্বান জানাচ্ছে। ছবির কৃতিত্ব হোদা বারাকা-এর।

বিভিন্ন শ্রমিক সংগঠনের তরফ থেকে হাজার হাজার শ্রমিক এই শোভাযাত্রায় অংশ নেয়। ছবির কৃতিত্ব হোদা বারাকা-এর।

পেরুর পরিবেশবাদী একটিভিস্ট দল ‘টিয়ের একটিভা পেরু’ পরিচালিত শিল্পকলার তরুণরা এই শোভাযাত্রার জন্য তৈরী করা রঙিন শিল্পকর্ম প্রদর্শন করে। ছবির কৃতিত্ব হোদা বারাকা-এর।

নিজ অঞ্চলের পরিবেশগত দুর্দশার কথা তুলে ধরতে মধ্য আমেরিকার গ্রামের নারীরা অনেক দূর থেকে এখানে এসেছে। ছবির কৃতিত্ব হোদা বারাকা-এর

“ইয়ুসানি থেকে,বিশ্বকে (দেশদে এল ইয়াসুনি পারা এল মুন্ডো)”। ইকুয়েডর থেকে ইয়াসুনি অঞ্চলের আদিবাসী পরিবেশবাদী সম্প্রদায়, বিশ্বের জন্য একটি বার্তা বহন করছে, যেন ইয়াসুনি আমাজান এলাকায় তৈলকূপ খনন বন্ধ করা হয়। ছবির কৃতিত্ব হোদা বারাকা-এর।

Exit mobile version