আরবি ভাষাভাষী সক্রিয় কর্মীদের জন্য ১০ টি অপরিহার্য সম্ভার

গত ফেব্রুয়ারি মাসে এসএমইএক্স এর একটি নতুন ডাটাবেস সম্ভার তাশারুক সম্পর্কে আমরা কিছু তথ্য প্রকাশ করেছিলাম। তারপর থেকে, তারা ইংরেজী ও আরবি উভয় ভাষাতেই তাদের সম্ভার বৃদ্ধি করেছে। আরবি ভাষায় পাওয়া এখানে ১০ টি সম্ভার রয়েছে, যেগুলো সক্রিয় কর্মীদের তাদের লক্ষ্য অর্জন করতে সাহায্য করতে পারেঃ

১। ইংরেজি, আরবিফার্সি ভাষায় “কার্যকর অহিংস সংগ্রামের নির্দেশনা”কানভাসোপেডিয়া দ্বারা প্রকাশিত।  

২। ক্ষুদ্র বিশ্ব সংবাদ মাধ্যমে প্রকাশিত – ইংরেজি এবং আরবি ভাষায়নিরাপদে মিডিয়া উৎপাদনের দিক নির্দেশিকা”। স্যাট ফোনেও তাঁদের কিছু সম্পদ আছে।

৩। সোর্সফর্য দ্বারা প্রকাশিত – আরবি ভাষায় ফ্রি সফটওয়্যার এবং ওপেন সোর্স দর্শনশাস্ত্র

৪। ধারা ১৯ অনুসারে আরবি ভাষায় মত প্রকাশের স্বাধীনতা এবং ডিজিটাল কপিরাইটের মূলনীতি।

৫। ইউএসএআইডি এর জর্ডান নাগরিক সমাজ প্রোগ্রাম দ্বারা ইংরেজি এবং আরবি ভাষায় প্রকাশিত নাগরিক সমাজ সংস্থার জন্য কৌশলগত যোগাযোগ নির্দেশনা।

৬। এসএমইএক্স দ্বারা আরবি ভাষায় প্রকাশিত অডিও রেকর্ডিং এর বুনিয়াদি।

৭। সিরিয়ার নাগরিক সমাজ এবং গণতন্ত্রের কেন্দ্র দ্বারা আরবি ভাষায় প্রকাশিত নাগরিক সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ম্যানুয়াল।

৮। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স কি ? এবং কিভাবে আপনি এটি ব্যবহার করবেন ? আরবি ভাষায় উইজাঙ্ক দ্বারা প্রকাশিত ভিডিও। 

৯। নিউমিডিয়াকেএসইউ দ্বারা আরবি ভাষায় প্রকাশিত ভিডিও সামাজিক পরিবর্তন জন্য টুইটার ব্যবহার করার পদ্ধতি।

১০। ইংরেজি, আরবি এবং আরো বহু ভাষায় প্রকাশিত যোগাযোগ নজরদারীতে মানবাধিকার প্রয়োগের আন্তর্জাতিক মূলনীতি এটি হচ্ছে, বর্তমানের ডিজিটাল পরিবেশে কিভাবে আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রয়োগ হচ্ছে তাঁর ব্যাখ্যা সম্বলিত একটি নথি।

বোনাস: খোলা তথ্যের জন্য আইনগত, সামাজিক ও প্রযুক্তিগত ভূমিকার জন্য ওপেন ডেটা হ্যান্ডবুক এর সাথে থাকুন।  ইংরেজিতে এবং ট্রানসিফেক্স দিয়ে আরবিতে চলমান অনুবাদের মাধ্যমে।  

চিত্র: অ্যালেক্স পার্কিনসের “ব্যানারের পিছনে দাঁড়িয়ে আমাদের সংগ্রামের দিবস” (সিসি-বাই ৪.০)

Exit mobile version