মিশ্র ভাষায় শুভ মা দিবস!

আগামী রবিবার, ১১ মে তারিখে মা দিবস উদযাপনের জন্য সারা বিশ্বের অনেকেই তাদের পরিবারের সঙ্গে একত্রিত হবেন। মেক্সিকোর শিল্পী সিল্ভানা আভিলা মনে করেন, অয়াক্সাকা রাজ্য থেকে আদিবাসী ভাষায় মা’কে সম্মান জানানোর জন্য এটি হবে একটি আদর্শ উপলক্ষ। তিনি তার টাম্বলার ব্লগে লিখেছেন, “আমার দেশ বিচিত্র ও বৈচিত্র্যময়। এখানে স্প্যানিশই একমাত্র ভাষা নয়।”

লেখক পেলমন ভার্গাসের লেখা টাকুনেক নামের একটি আইয়ুক (মিশ্র) গান থেকে তিনি অলংকরণ এবং বাক্যাংশ সম্বলিত পোস্টকার্ডের একটি সেট তৈরি করেছেন। সেই কার্ডগুলো তার ব্লগে পাওয়া যাবে। 

অর্থ: যদিও আমি দূরে থাকি, মা, তোমাকে ভুলবো না। 

অনুবাদক: তাজিউ দিয়াজ রোবেলস। অলংকরণগুলো অনুমতি নিয়ে ব্যবহৃত।

Exit mobile version