[গল্প তৈরি] মোবাইল কমিউনিটি জিম্বাবুয়ের প্রিভিলেজ মুসভানহিরি

mobilezim

যখন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার চারটি দেশে গল্প তৈরী [স্টোরি মেকার] প্রকল্পের অ-আনুষ্ঠানিক অংশ বাস্তবায়িত হচ্ছে, তখন জিম্বাবুয়েতে নাগরিক সাংবাদিকতার জন্য স্টোরিমেকার অ্যাপ্লিকেশন ব্যবহার করে আরেকটি প্রকল্পের কাজ এগিয়ে চলছে। মোবাইল কমিউনিটি জিম্বাবুয়ে (এমসিজেড) নামের প্রকল্পটি জিম্বাবুয়ের হারারেতে পরিচালিত হচ্ছে।

এটি একটি নাগরিক সাংবাদিকতার স্কুল হিসেবে সেখানকার তরুণদের তাদের নিজেদের স্থানীয় গল্প বলার দক্ষতা এবং কৌশল বাড়াতে প্রশিক্ষণ দিচ্ছে। তাদের ওয়েবসাইট থেকে: 

এমসিজেড নীচের বিষয়গুলো দিয়ে জিম্বাবুয়ের ভেতর এবং বাইরের খবর এবং তথ্য কন্টেন্টের বহুবিধ এবং বৈচিত্র্য বৃদ্ধিতে অবদান রাখার আশা করছে;

জর্ডানের আম্মানে অনুষ্ঠিত সাম্প্রতিক গল্প তৈরির ক্যাম্পে আমরা প্রিভিলেজ মুসভানহিরি নামের একজন প্রশিক্ষকের সাথে কথা বলেছি, যিনি মোবাইল ফোন ব্যবহার করে নাগরিক সাংবাদিকতার দক্ষতা বাড়ানোর ব্যাপারে প্রশিক্ষণ দিয়ে থাকেন। এই সংক্ষিপ্ত অডিও পডকাস্ট সাক্ষাত্কারে, তিনি প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের দ্বারা নির্মিত স্থানীয় কমিউনিটির গল্পের বর্ণনা দিয়েছেন। 

Exit mobile version