মিশরঃ পদোন্নতি পেয়ে সিসি কি রাষ্ট্রপতি হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন?

মিশরের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট আদলি মানসুর সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আব্দেল ফাত্তাহ এল-সিসিকে ফিল্ড মার্শাল পদমর্যাদায় পদোন্নতি দিয়ে একটি ডিক্রি জারি করেছেন। এটি মিশরিয় সেনাবাহিনীর সর্বোচ্চ পদমর্যাদা।

তাঁর এই পদোন্নতি অনলাইনে একটি গুঞ্জন সৃষ্টি করেছে। অনেকেই এতে বিস্মিত হয়ে ভাবছেন, এপ্রিল মাসের শেষ দিকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের যে পরিকল্পনা করা হচ্ছে তাতে এই পদোন্নতি রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সিসিকে আরো এগিয়ে দিল কিনা?

এডাম মাকারি টুইট করেছেনঃ   

মনে করে দেখুন – ফিল্ড মার্শালের শীর্ষ পদমর্যাদার অধিকারী না হয়েও সিসি মিশরের ইতিহাসে প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন এতোদিন। কিন্তু এখন তাঁর সেই পদমর্যাদা আছে। 

লুসা লাভলাক উল্লেখ করেছেনঃ 

ফিল্ড মার্শাল সিসির উইকিপিডিয়া পেজটি ইতোমধ্যেই হালনাগাদ করা হয়েছে।  

আহমেদ আব্রাস ব্যাখ্যা করেছেন, ফিল্ড মার্শাল পদবি বলতে [আরবি] কি বোঝায়ঃ 

“ইংরেজীতে ফিল্ড মার্শাল বলতে এমন কাউকে বোঝায় যিনি যুদ্ধ ক্ষেত্রে সৈন্যদলকে নেতৃত্ব দান করেন এবং দ্যুতিময় বিজয় অর্জন করেন।”   

এটি এল সিসির মাথা ব্যথার বিষয় নয়। তারপরও মনে হচ্ছে, মিশরীয় সেনাবাহিনীতে এই বিষয়টি এমন কোন পূর্বশর্ত নয়। যদিও একজন ফিল্ড মার্শাল হওয়ার জন্য সাবেক এই জেনারেলের সবগুলো প্রয়োজনীয় যোগ্যতাই ছিল।

নারভানা মাহমুদ ব্যাখ্যা করেছেনঃ 

এই আরবি লিঙ্কটিতে বলা হয়েছেঃ “যুদ্ধে লড়াই করা ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি পাওয়ার জন্য কোন পূর্বশর্ত নয়।” http://t.co/pi9dbLS4RX অবশ্যই! #মিশর 

বেল ট্রিউ নিশ্চিত করেছেনঃ   

আব্দেল ফাত্তাহ সিসির ফিল্ড মার্শাল হওয়ার সব রকম যোগ্যতা আছে। সূত্রমতে বলা হয়েছে, তাঁর কোন যুদ্ধের অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই। 

ইজিপশিয়ান স্ট্রিট বলেছেঃ   

সরকারী সূত্রমতেঃ গত কয়েক মাসে তাঁর কার্যক্রমকে সম্মান প্রদর্শন করতে আল-সিসিকে এই পদোন্নতি দেয়া হয়েছে। 

এই খবরে বেশিরভাগ ইন্টারনেটবাসী যেন বিভ্রান্ত এবং পরিষ্কারভাবে বিরক্ত হয়েছেন।

মিনা লাবিব ফেসবুকে প্রশ্ন [আরবি] করেছেনঃ

يتكافؤه على ايه ؟؟ علي إنفجارات ؟؟!!

তাকে কেন সম্মান জানানো হয়েছে? বোমা বিস্ফোরণের জন্য? 

বিভিন্ন স্থানে পর পর চারটি সিরিজ বোমা বিস্ফোরণে ২৪ জানুয়ারি তারিখে মিশর ঘুম থেকে জেগেছে। কায়রোতে এই বোমা বিস্ফোরণে ছয়জন মারা গেছে এবং ৭০ জনেরও বেশি লোক আহত হয়েছে।  

কেউ কেউ পরামর্শ দিয়েছে যে এই পদোন্নতি সিসির প্রেসিডেন্ট হওয়ার চালের প্রথম দান। নারভানা মাহমুদ লিখেছেনঃ    

জেনারেল সিসির পদোন্নতি আসন্ন পদত্যাগের একটি স্মারক। এই পথ অবলম্বন করে গত কয়েক দশক ধরে তারা মিশরে এমনটি করে আসছে। 

ইজিপশিয়ান স্ট্রিট আরো বলেছেনঃ 

শিরোনামঃ রিপোর্টে নির্দেশ করা হয়েছে, শীঘ্রই পদত্যাগ করে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী হতে সামরিক বাহিনীর নেতৃস্থানীয়দের সাথে আল-সিসি সাক্ষাত করছেন। 

সাংবাদিক প্যাট্রিক কিংসলে ব্যাখ্যা করেছেনঃ 

একজন উর্ধবতন সামরিক সূত্র বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচন করতে হলে সিসিকে পদত্যাগ করতে হবে। কিন্তু তিনি বলেননি কেন এই পদোন্নতি দেয়া হয়েছে।    

মনে হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া এই পদোন্নতির একমাত্র কারন নয়। তারিক সালামা টুইট করেছেনঃ   

সিসির বেতন ভাতা বেশী প্রয়োজন বলে মার্শাল হিসেবে তাঁকে পদোন্নতি দেয়া হয়েছে। যেহেতু সাংবিধানিকভাবে ভবিষ্যৎ প্রেসিডেন্টের বেতন ভাতা একেবারেই নির্দিস্ট, তাই তাঁর কিছু বাড়তি ভাতা প্রয়োজন। 

বাসিল আল দাভ আরো বলেছেনঃ 

তিনি পেনশন পাবেন। 

ব্যক্তিগত স্বাধীনতার উপর ব্যাপক অস্থিতিশীলতা এবং শৃঙ্খলামূলক শাস্তি প্রদানের এই সময়ে কিছু সংখ্যক লোক এটিকে দেবত্ব প্রাপ্তির দিকে আরেকটি পদক্ষেপ হিসেবে দেখছে। ভক্তি আছে এমন ব্যক্তিত্বের জনপ্রিয় ফ্যাশন, যা মিশরের নেতারা প্রয়োগ করতে অভ্যস্ত।

জাক গোল্ড ব্যাখ্যা করেছেনঃ                       

উদ্ভূত এই পরিস্থিতিতে আমি মনে করি পরবর্তী পদোন্নতি পদমর্যাদা হবে “সূর্য দেবতা।”

একই সময়ে জিআর৩৩এনডাটা এই কার্টুনটি শেয়ার করেছেনঃ  

ভিভা আলকাজার  

Exit mobile version