বিশ্বের সবচেয়ে ১০টি দূর্নীতিগ্রস্ত রাষ্ট্রের মধ্যে ৫টি রাষ্ট্র আরব

ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদ্য প্রকাশিত বার্ষিক দূর্নীতি সূচকে বিশ্বের সেরা ১০টি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের মধ্যে আরবের ৫টি রাষ্ট্রের নাম উঠে এসেছে।

মিশরীয় নাগরিক আমরো আলী তার প্রতিক্রিয়া প্রদর্শন করছে:

সিরিয়া, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদানকে অভিনন্দন- সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের তালিকার শীর্ষে ৫টি আরব রাষ্ট্র। মিশরের এই তালিকায় নাম লেখানো দরকার।

এবং সুদানের নাগরিক উসমাহ মোহামেদ মন্তব্য করেছে:

ইরাক দখল করা হয়েছে। সিরিয়া এবং সোমালিয়ায় এখন গৃহযুদ্ধ চলছে। লিবিয়া মাত্র তার ৪১ বছরের স্বৈরাচার শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেছে যা দেশটিকে ভুল পথে পরিচালনা করেছিল। সুদান?

Exit mobile version