দিজা কিয়েরু রেডিও দলের সাথে প্রথম প্রশিক্ষণ

দিজা কিয়েরু রাইজিং ভয়েসেসের এবছরের ক্ষুদ্র অনুদান গ্রহীতাদের মধ্যে একটি – ব্লগে সম্প্রতি তাদের কাজের বিবরণ দিয়ে আরেকটি প্রতিবেদন দেয়া হয়েছে। প্রথম প্রশিক্ষণের ব্যাপারে এই কর্মসূচির আয়োজক লিখেছেন।

পালাবরা রেডিওর মাকা মুনোজ দ্বারা পরিচালিত, প্রথম প্রশিক্ষণে, দিজা কিয়েরুর রেডিও সম্প্রচারক, ট্যালে দি ক্যাস্ট্রোর এফএম রেডিও সমাজের সামনে তাদের কর্ম ও নগর কর্ণধারদের মত নিজস্ব জিএসএম সেলুলার টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ বর্ধিত করা নিয়ে মতামত প্রকাশের সুযোগ হয়েছে। রিজোম্যাটিকা প্রযুক্তি সেবাদানকারী কিয়াবি ও টেলি একটি বর্ধিত ক্ষুদ্রবার্তা সিস্টেম চালু করেছে যেখানে রেডিও দলের সদস্যরা বিনা খরচে গ্রামবাসীদের ফোনে বার্তা পাঠাতে পারবেন। এই প্রশিক্ষণে এই নতুন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের উপর জোর দেয়া হয়েছে যেমন, শিরোনাম নিয়ে মূলকথা ঠিক রেখে সেগুলোকে ১৬০ অক্ষরে (আদর্শ ক্ষুদ্রবার্তার দৈর্ঘ্য) কমিয়ে আনা।

এখানে প্রথম প্রশিক্ষণের কিছু ছবি দেয়া হলঃ

দিজা কিয়েরু ভয়েসেসের এবছরের ক্ষুদ্র গ্রহীতাদের মধ্যে একটি। আপনি টুইটারে রিজোম্যাটিকার সাথে সংযোগ রাখতে পারেন।

Exit mobile version