ইন্দোনেশিয়া ধোঁয়ার ফিরে আসা

বিগত আগস্ট মাসে ইন্দোনেশিয়র সুমাত্রা দ্বীপে প্রায় ৫০০ টি দাবানলের ঘটনা রেকর্ড করা হয়
যার ফলে ইন্দোনেশিয়ার রিয়াউও দ্বীপের এবং এমন কি মালয়েশিয়ার কিছু অংশে ঘন ধোয়ার সৃষ্টি হয়। এই ভাবে বনে আগুন লাগার ঘটনার জন্য একটি পাম তেল চাষকেন্দ্র, কাঠ সরবরাহকারীদের বিশেষ ছাড় প্রদানে কাঠ নিয়ে যাওয়া, এবং মণ্ড উৎপাদন কেন্দ্রকে দায়ী করা হচ্ছে। গত সপ্তাহে এই প্রাণঘাতী কুয়াশার ফিরে আসার ঘটনায় রাইয়ু এলাকার বেশ কিছু স্কুল বন্ধ করে দেওয়া হয়।

ইন্দোনেশিয়ায় মূলত দাবানলের ঘটনা থেকে এই এলাকায় বার বার ধোঁয়ার ফিরে আসার ঘটনা ঘটছে। গত জুন মাসে ধোঁয়া সিঙ্গাপুরে এবং মালয়েশিয়ার অনেক এলাকায় ছড়িয়ে।

ইন্দোনেশিয়ার রাইয়ু এলাকার দাবানলের কেন্দ্রীয় এলাকা। এখানে হলুদ চিহ্নিত এলাকা হচ্ছে পাম তেল চাষাবাদের কেন্দ্র। ছবি আই অফ দি ফরেস্টের।

সুমত্রা এলাকায় ছড়িয়ে পড়ে ধোঁয়া। ছবি@জেবিব্লগস-এর

টুইটারে, ইন্দোনেশিয়ার নাগরিকরা সুমাত্রায় ধোঁয়ার ফিরে আসার ঘটনায় তাদের উদ্বেগ প্রকাশ করে।

যদি ইন্দোনেশিয়া এই বিষয়ে প্রশ্ন করে, তাহলে সুমাত্রার মিসান পাম তেল কোম্পানিকে বলুন আরো আগুন লাগাতে যাতে এসবিওয়াই নিজ চোখে দেখতে পারে ধোঁয়া আসলে কি?

দেশটির রাষ্ট্রপতি সুসিলো বামবান ইয়োধোইয়ানোকে সংক্ষেপে এসবিওয়াই বলে উল্লেখ করা হয়।

#হেজ, #সুমাত্রা#মেদান এলাকায় আগুনের ঘটনা খুব বাজে অবস্থা তৈরী করছে, ৮ ঘণ্টার মধ্যে আমার মোটর সাইকেলে একটা কালো স্তর তৈরী হয়েছে। হেলথ, এনভায়রমেন্ট, #ইন্দোনেশিয়া

মালয়েশিয়ার পেনাং-এ, অনেক পরিবার ধোয়ায় আক্রান্ত হয়েছে। সৌভাগ্যক্রমে গত সপ্তাহে ধোঁয়া দুর হয়ে যায়।

ধোঁয়ার কারণে আমার সকাল বেলা দৌড়ানো বন্ধ হয়ে গেছে ):

অবশেষে, আর কোন ধোঁয়া নেই। শেষ পর্যন্ত আমি সুর্যোদয় দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। সকাল বেলার সুর্য।

Exit mobile version