দেশব্যাপী পাত্র ভাঙ্গা সশব্দ প্রতিবাদের জন্য প্রস্তুত কলম্বিয়া

আজ ৪ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে বিকেল ৬ টার সময় কলম্বিয়ানরা একটি জাতীয় “কাসেরোলাজো”র পরিকল্পনা করেছেন। কাসেরোলাজো হচ্ছে একটি জনপ্রিয় প্রতিবাদের ধরণ, যেখানে জনগণ কোন একটি সমস্যা নিয়ে তাদের মতৈক্য প্রকাশ করেন। আর এটি করা হবে, গোলমাল বা শব্দ তৈরির মাধ্যমে, যেখানে তাঁরা বিভিন্ন তৈজসপত্র (কাসেরোলাস), প্যান এবং রান্নাঘরের পাত্র বা অন্যান্য আইটেম ভাঙ্গার মধ্য দিয়ে শব্দ তৈরি করবেন।

#কাসেরোলাজোপর টুইটার হ্যাশট্যাগের মাধ্যমে ব্যবহারকারীগণ রাস্তায় তাঁদের অবস্থান নেবার কারণ ব্যাখ্যা করেছেন।

পাওলো অকয়া রিভেরা ভার্চুয়াল জগৎ থেকে সরে এসে রাস্তায় নেমে প্রতিবাদের আমন্ত্রণ জানিয়েছেন:

বিক্ষোভকারীর সংখ্যা রাস্তায় অনেক বেশি ও টুইটারে অনেক কম #কাসেরোলাজোপর 

টেফি আরো নিরপেক্ষভাবে জাতির জন্য তার আশা ব্যক্ত করেন:

একটি দেশের চেয়ে বেশি কিছু #কাসেরোলাজোপর 

এদিকে, তাতু গার্সিয়া কলম্বিয়ান সমাজের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন:

আমার সমাজের মর্যাদা #কাসেরোলাজোপর 

সান্তিয়াগো জাতীয় সরকারের প্রচেষ্টা ও কৌশলের সঙ্গে তার মতবিরোধ উল্লেখ করেছেন:

সান্টোসের অপশাসন এবং সাম্রাজ্য ও বহু জাতির সামনে হাঁটু গেড়ে বসার জন্য #কাসেরোলাজোপর 

এবং স্টেফানি বলেছেন, “কাসেরোলাজো”তে অংশগ্রহণ দেশের কৃষকদের সঙ্গে সংহতি প্রকাশের একটি উপায়, যারা ৯ আগস্ট থেকে ধর্মঘট করে আসছেঃ 

কৃষক ও তাদের যাচাইযোগ্য সংগ্রামের সঙ্গে একাত্মতা প্রকাশ করার এটাই সময়। পর্দা থেকে বেড়িয়ে আসুন এবং বাস্তবতায় প্রবেশ করুন। কৃষি ধর্মঘট দীর্ঘজীবী হোক।

কামিলা আন্দ্রের কাছে মনে হয়েছে, প্রতিবাদটি একটি ভাল দেশ গড়ে তোলার দিকে কাজ করার একটি যন্ত্র হিসেবে কাজ করে:

ভবিষ্যতে প্রত্যেকের জন্য একটি ভাল দেশ পেতে! #কাসেরোলাজোপর 

এবং কাতালিনা গুয়ালদ্রন্সের মতে, প্রতিবাদটি কলম্বিয়ায় জীবনের জটিল বাস্তবতা দ্বারা যাচাই করা হয়:

একটি দেশ শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ইত্যাদি ভয়ানক সেবা দিয়ে ভরা … #ইয়াএশরা এখন সময় পরিবর্তনের #কাসেরোলাজোপর 

যাইহোক, কেবল অন্যের লাইক পেতে অনেক মানুষ কাসেরোলাজো সম্পর্কে টুইট করেছেন বলে বিশ্বাস করেন জুয়ান সেবাস্তিন :

প্রিয়জনদের অভাব (?) #কাসেরোলাজোপর 

অবশেষে, ফুএরজা কমুন অ্যাকাউন্টটি এই পোস্টার শেয়ার করেছে:

@পাইস্কামুনঃ রাস্তায়, পার্শ্ব মাধ্যমে পদচারনা। আমরা সেই নীতির বিরুদ্ধে যাব যেগুলো কলম্বিয়ার সবকিছু ছিনতাই করেছে #কাসেরোলাজোপর  pic.twitter.com/VPDZuoE3gM

কলোম্বিয়ার কৃষি ধর্মঘট সম্পর্কে আরও পোস্টের জন্য অপেক্ষায় থাকুন, যা ইতিমধ্যেই ১৭ দিনের জন্য কার্যকর হয়েছে। 

Exit mobile version