পুয়ের্তোরিকোর শিল্পীর বিচক্ষণতার সহকারে মেরি ম্যাগডালেনের প্রতি শ্রদ্ধা-নিবেদন

*অন্যান্য বিষয়ের নির্দেশনা ছাড়া বিভিন্ন পাতার সবগুলো লিংক ইংরেজি ভাষায়

ক্যাথোলিক সাধু এবং পৌরাণিক চরিত্র ম্যারি ম্যাগডালেন, কারো কারো চোখে আবার তিনি ঠিক তাঁর উল্টোটা। কাল্পনিক শিল্পী তানিয়া টোরেস এবং রাকেল জেড রিভেরার চেষ্টার মাধ্যমে তাকে নতুন ভাবে সম্মান জানান হচ্ছে। তাঁরা বেশ কয়েক বছর ধরে প্রকৃত শিল্প, গান, এবং বাইবেলে এই বিখ্যাত লোকের শ্রেষ্ঠত্ব যত্ন সহকারে পরীক্ষা করছেন।

২১ জুলাই তারিখে এই সাধুর আনুষ্ঠানিক উপোস দিবসে শিল্পীরা “বিশ্বাসী, আস্তিক, হবু-বিশ্বাসী, অর্ধ-বিশ্বাসী এবং সকলকে বা উপরোক্ত কোন দলেই পড়েন না এমন অনেককে” বাওয়েরির মার্ক্স গির্জায় নিমন্ত্রণ জানিয়েছেন। নিউ ইয়র্ক সিটিতে পরীক্ষামূলক শিল্প চর্চার জন্য পবিত্র স্থান হিসেবে গির্জাটি বিখ্যাত। এই সাধুকে উৎসর্গ করে একটি সুন্দর প্রতিশ্রুতি উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য উল্লেখিত ব্যক্তিদের আমন্ত্রণ জানান হয়।

কাসক্যাবেল ডি কোবরে নামক তাঁর ব্লগে রিভেরা ব্যাখ্যা করেছেন যে লাতিন আমেরিকায় “প্রতিশ্রুতি উদযাপনটি সাধুটির সম্মানে এবং অন্যান্য ‘পবিত্র’ সত্ত্বার প্রতি উৎসর্গ করা হয়েছে। এবং এটির পুয়ের্তোরিকোর জীবন্ত আদর্শ হচ্ছে “একটি আনন্দময় জনসমাগম যেখানে সম্প্রদায়টির সঙ্গীত পরিবেশনা সহ থাকবে প্রচুর পরিমানে খাবার” এবং এটি সত্যিকার অর্থে তেমনই ছিল।

সর্বপ্রথম রিভারার “লস সেভেন স্যালভস ডি লা ম্যাগডালিনা” সিডি থেকে গান অন্যান্য জিনিসের মধ্যে ইতস্ততঃ বিক্ষিপ্ত করা সহ একটি খ্রিস্টের ভোজের উৎসব অনুষ্ঠিত হয়। এরপর উদযাপনকারীরা খেলাধুলা করতে, গান গাইতে এবং “সালভেস” (“ম্যারি অভিবাদন” কে গানে রুপান্তর করে), বোমবাস ও পালোস (দু’টোই পুয়ের্তোরিকোর প্রথাগত নৃত্য) নাচতে অন্যত্র স্থানান্তরিত হয়। সেখানে তাদেরকে টোরেস সাদরে গ্রহণ করেন। তিনি ম্যারি ম্যাগডালেন কর্তৃক অনুপ্রাণিত হয়ে যে সাম্প্রতিক শিল্পকর্মগুলো করেছেন তাঁর সম্পর্কে সবাইকে জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ম্যারি ম্যাগডালেনের কিছু কিছু বিশ্বাস ছিল যীশু খ্রিস্টের বিশ্বাসের সহযাত্রী।

আর্টিস্টার হোয়’তে চিত্রশিল্পী তানিয়া টোরেসের লেখা একটি ব্লগে প্রতিশ্রুতি উদযাপন অনুষ্ঠান সম্পর্কে আপনি আরো বেশী জানতে পাবেন। দু’জন অতিথির তোলা কিছু ছবি এখানে আমরা শেয়ার করেছি।

রাকুয়েল জেড রিভেরা ম্যারি ম্যাগদালেনের উদ্দেশে গাইছেন। ছবিঃ নোরকা পেরেজ

মারটা আই রদ্রিগেজ অল্মেডা এবং বারবারা দিয়াজ লপেজ কর্তৃক তৈরীকৃত মেরি ম্যাগডালেনের মূর্তি।  ছবিঃ নোরকা পেরেজ

নিজের তৈরি শিল্প কর্মের সাথে তানিয়া তোরেজ। ছবিঃ নোরকা পেরেজ

কোরাজোন তিয়ারার নিঃশব্দ নাচ। ছবিঃ জোস গুয়ারিনোক্স

বোম্বা নর্তকী আলেকজান্ডার ভাসালো। ছবিঃ জোস গুয়ারিনক্স

সঙ্গীতজ্ঞরা, বাম থেকে ডানেঃ ম্যানুলা আরকিনিজেস, জর্জ ভাজকুজ, রাকুল জেড রিভেরা, মারিয়া টেরেরো, আরেলিস ফিগুরা এবং ব্রায়ান ভারগাস

বাম থেকে ডানেঃ “মেরি মাগডালেন এবং ডিমের অলৌকিক ঘটনা””এবং “মেরি মাগডালেন এবং আমাদের সূর্যমুখী মেয়ে”। ছবিঃ নোরকা পেরেজ

ভিআইপিব্লেসিং [স্প্যানিশ] এর পোস্ট করা একটি ভিডিও আমরা অন্তর্ভুক্ত করেছি যেন আপনি ফেলিক্স জিমেনেজের ৮০ গারডোসের জন্য তাঁর সাম্প্রতিক প্রবন্ধে উপযুক্তভাবে “সাহসী” হিসেবে বর্ণনাকৃত রাকেল জেড রিভেরা ও অজস ডি সোফিয়ার গান শুনতে পারেন। ২০১০ সালে বাওয়েরির সেইন্ট মার্ক্স গির্জায় এই সিডিটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রথম বারের মতো তানিয়া টোরেস তাঁর দৃশ্যমান প্রকল্পের [স্প্যানিশ] গানটি পরিবেশন করেন।

যেভাবেই হোক, কোন এক উপায়ে ম্যাগডালেনের এই উদযাপনটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়নি। ৯ আগস্ট তারিখে তানিয়া টোরেস একটি “ধারাবাহিক চিত্রকর্ম, যা প্রাকৃতিক বিশ্বের একটি সর্বেশ্বর-বাদী ধারণা প্রস্তাব করে; প্রক্রিয়াটির এই পথপরিক্রমা জুড়ে টোরেস প্রথাগত পবিত্র চিহ্নগুলোর সাথে সংযোগ আবিষ্কার করেছেন, তা” দেখাবেন। স্বর্গ এবং পৃথিবী শিরোনামে ধারাবাহিকটি তাঁর সহ-কর্মকারী রাকেল রিভেরার বাড়ি নিউ ম্যাক্সিকোর আল্বুকোয়েরকুর ব্রাইট রেইন গ্যালারিতে প্রদর্শিত হবে। উপস্থিত ব্যক্তিবর্গের সবাই রঙ ও কণ্ঠস্বরের মাধ্যমে এই সৌন্দর্যকে অভিবাদন জানাতে পারবেন।

Exit mobile version