অফিসিয়াল উইকিমিডিয়া কমনস এ্যাপ ঘোষণা

রাইজিং ভয়েসেসের নোটঃ মারিয়ানা পিঞ্চুকের লেখা এই কলামটি প্রকৃতপক্ষে উইকিমিডিয়া ব্লগে প্রকাশিত হয়েছে এবং সিসি বিওয়াই ৩.০ লাইসেন্স এর অধীনে পুনঃপ্রকাশিত হয়েছে।

আপনি কি আপনার স্মার্টফোনে ছবি তুলতে পছন্দ করেন? আপনার উন্নত মানের শিক্ষা ছবি উইকিমিডিয়া কমনসে আপলোড করতে এখন আর আপনাকে হোম অপশনে যেতে হবে না। উইকিপিডিয়া ব্যবহার করছে মুক্ত ছবির ভান্ডার এবং আরো অনেক প্রজেক্ট।

আইওএস এবং অ্যান্ড্রয়েডের জন্য অফিসিয়াল উইকিমিডিয়া কমনস এ্যাপ আপনাকে দিচ্ছে কমনসে দ্রুত ও সহজে আপনার ছবি আপলোড করার সুযোগ। এছাড়াও আপনি একাধিক ফাইল আপলোড করতে পারেন এবং এগুলোকে বিভিন্ন ক্যাটাগোরিতে (শুধুমাত্র অ্যান্ড্রয়েডে যতগুলো আছে) ভাগ করতে পারেন। আপনার আপলোড করা যেকোন কিছু পছন্দসই বিভিন্ন ইমেজ শেয়ারিং সাইটগুলোতে শেয়ারও করতে পারেন। কমনসে আপনার প্রদেয় যেকোন কিছু বিশ্বের বৃহত্তম এনসাইক্লোপিডিয়াকে বিভিন্ন ছবির মাধ্যমে তুলে ধরতে সাহায্য করবে, যা সারা বিশ্বের কোটি কোটি পাঠকের জীবনে এই জ্ঞান ছড়িয়ে দিবে।

আন্ড্রয়েডের জন্য কমনস আপের স্ক্রিনে লগইন করুন/ আইওএসের জন্য কমনস আপের “মাই আপলোডস” অপশনটি দেখুন। 

অ্যান্ড্রয়েডের জন্য কমনস এ্যাপের স্ক্রিনে লগইন করুন / আইওএসের জন্য কমনস এ্যাপের “মাই আপলোডস” অপশনটি দেখুন।

আশা করি ভবিষ্যতে আমরা আরো ফিচার যোগ করতে এবং সেগুলোতে ব্রাউজ করা সহজতর করতে পারব। আমরা সেসকল সেরা সেবা খুঁজে বের করব যা কমনস আপনাকে প্রদান করতে চেয়েছে। কমনসের বিশেষজ্ঞ ব্যবহারকারীদের উৎসাহিত করতে এবং উইকিমিডিয়ার প্রজেক্টগুলোতে যারা নতুন তাদেরকে উৎসাহিত করতে ভবিষ্যতে আমরা উইকি লাভস মনুমেন্টস এর মতো আরও প্রচারণা চালানোর ব্যাপারে আশাবাদী।

অন্য সবসময়ের মতো, এই অ্যাপ্লিকেশনগুলো উন্নত করতে আপনার সাহায্য ও যোগান প্রয়োজন। পরীক্ষামূলক ভাবে অ্যাপ্লিকেশনগুলি নিন। আপনি ত্রুটির সম্মুখীন হলে আমাদের জানান। কোন ফিচার সম্পর্কে আপনার যদি ভালো ধারণা থাকে তবে ভবিষ্যতে আমরা তা যোগ করব।

আপনার যদি একটি আইওএস এবং অ্যান্ড্রয়েডের ডিভাইস না থাকে তবে কোন সমস্যা নেই! ফোনের ব্যাপকতর নির্বাচনের জন্য কমন্স আপলোড করুন। সমস্ত উইকিমিডিয়া প্রকল্পের মোবাইল সংস্করণের জন্য ব্রাউজারগুলো সমর্থিত হবে।

কপিরাইট নোট: নথি: উইকিমিডিয়া কমন্স থেকে সিসি-বাই-এসএ ৩.০ এর অধীনে উইকিমিডিয়া কমন্স অ্যান্ড্রয়েড এ্যাপ – ইউভিপাণ্ডা দিয়ে স্ক্রিন ডট পিএনজি০১ ডট পিএনজি তে লগইন করুন। উইকিমিডিয়া কমন্স থেকে সিসি-বাই-এসএ ৩.০ এর অধীনে ব্রিওন ভিব্বার থেকে আইওএস

Exit mobile version