উপকূলবর্তী এলাকায় তেল চুইয়ে পড়ার ঘটনা দক্ষিণ পশ্চিম গ্যাবনের সংরক্ষিত লেগুনের জন্য হুমকির সৃষ্টি করছে

১৪ ডিসেম্বর ২০১২-এ, দক্ষিণ পশ্চিম গ্যাবনের উপর তোলা গুগল আর্থের একটি ছবিতে দেখা যাচ্ছে যে সেখানে উপকূলবর্তী এলাকায় তেল চুইয়ে পড়ার ঘটনায় ফ্রেনান ভাজ লেগুন দূষিত হয়ে পড়ছে, ছবিটি এনজিও এইচটুও গ্যাবনের মাধ্যমে পাওয়া।

এনজিও এইচটুও গ্যাবন, দেশটির উপকূলবর্তী এলাকায় এক তেল চুইয়ে পড়ার সংবাদ [ফরাসী ভাষায়] প্রদান করেছে যা ফ্রেনান ভাজ লেগুন নামক এলাকা দূষিত করছে। তেল কোম্পানী পেরেনকো পরে তেল চুইয়ে পড়ার এই ঘটনা নিশ্চিত করে কিন্তু তারা দাবি করে যে চুইয়ে পড়া তেল লেগুন পর্যন্ত পৌছাচ্ছে না [ফরাসী ভাষায়]।

Exit mobile version