পূর্ব তিমুরে পর্তুগীজ ভাষায় পড়ানো সম্পর্কে প্রতিফলন

না হাইস (গভীরে প্রোথিত)–তে [পর্তুগিজ ভাষায়] ব্লগ করা ব্রাজিলিয়ান জীববিজ্ঞানী ভাওজির লামিম-গ্যাজেস গ্লোবাল শিক্ষা ম্যাগাজিনে কার্লোস জুনিয়র গুঞ্চিজো-গজা’র সঙ্গে যৌথভাবে প্রকাশিত একটি নিবন্ধ ভাগাভাগি করেছেন। নিবন্ধটি পর্তুগীজ ভাষায় পড়ানোর চ্যালেঞ্জের উপর জোর দিয়ে ২০১২ সালে পূর্ব তিমুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত অধ্যাপক হিসেবে তাদের অভিজ্ঞতা সম্পর্কে লেখা। অন্যতম একটি সরকারী ভাষা হওয়া সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ জনগণ এই ভাষায় কথা বলে না।

Exit mobile version