জামাইকা: কার অবয়বে (জাতির পরিচয়)?

কার ধারণা অনুসারে আমাদের দেশের জ্যামাইকানদের পরিচয় এরকম রঙ-নির্দিষ্টভাবে বিপণন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে? কেন আমরা এখনো এর বৃহৎ ছবি থেকে কৃষ্ণাঙ্গ জনগণকে ঘষে-মেজে উঠিয়ে ফেলতে তৎপর? অথবা অন্ততঃ কালো হওয়াকে খারাপভাবে দেখছি? আমরা কোন জামাইকাকে বিক্রি করছি? এবং কাদের কাছে?

অধ্যাপক ক্যারোলিন কুপার জ্যামাইকার শ্রেণী, বর্ণ, ব্র্যাণ্ডিং এবং জাতিগত পরিচয় সম্পর্কে লিখেছেন।

Exit mobile version