ইরানঃ স্বাধীনতার গান


২০০৯ সালে সারা বিশ্বের শিল্পীরা তাদের শিল্পকর্ম দিয়ে ইরানের গ্রীন মুভমেন্ট নামক আন্দোলনকে সমর্থন করেছে, বিশেষ করে যখন এই আন্দোলন ইরানের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে। তিন বছর পরে ইউনাইটেড৪(ফর) ইরান, নামক একটি অলাভজনক প্রতিষ্ঠান ইরানে মানবাধিকার বিষয়ক এক প্রচারণা শুরু করেছে, তারা একগুচ্ছ অনলাইন সঙ্গীতের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেছে, যে কার্যক্রম তৈরী করা হয়েছে ইরানীদের স্বাধীনতার আশাকে জাগিয়ে তোলার জন্য।

ফিরুজে মাহমোউদি, যিনি ইউনাইটেড ৪(ফর) ইরানের প্রতিষ্ঠাতা:

“আজাদি: ইরানের জন্য স্বাধীনতার গান” নামক এ্যালবাম থেকে আমরা এই সব গান বেছে নিয়েছি, যা কিনা এক সঠিক বার্তা প্রদান করছে- ইরান এবং সারা বিশ্বে মানবাধিকারের জন্য লড়াই-এর কথা বলছে। মানবাধিকার, গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য লড়াই হচ্ছে বৈশ্বিক এক লড়াই, আমরা এই দৃষ্টিভঙ্গির দ্বারা এটিকে পরিচালনা করছি আর আমাদের সাফল্যের সেরা সুযোগ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। এই চেতনার দ্বারা, ইরানী নয় আমরা এমন শিল্পীদেরও অনুসন্ধান করেছি, যাদের মধ্যে রয়েছে মিশর, ফিলিস্তিন, ইরাক দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ইত্যাদি দেশসমূহের শিল্পীরা।

এখানে আপনারা সকল গান শুনতে পারবেন

ফিরুজে বলছে:

সঙ্গীত হৃদয়ের কথা বলে এবং এটি প্রায়শ আবেগের বহিঃপ্রকাশ, যে আবেগ মানুষের কর্মকাণ্ডকে পরিচালিত করে… ১২ জুন তারিখে প্রকাশিত হবার ৩৬ ঘন্টার মধ্যে আজাদিমিউজিক.ব্যান্ডক্যাম্প.কম -সাইটে ৮,০০০ জন প্রবেশ করেছে এবং এখানকার প্রায় ৯,৪০০-এর বেশী গান শোন হয়েছে।

Exit mobile version