কিউবা: (সংবাদমাধ্যমের) স্বাধীনতা কোথায়?

আজ (৩রা মে) বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস – তবে ক্যারিবীয় ব্লগমণ্ডলে শুধুমাত্র কিউবার কিছু মুষ্টিমেয় প্রবাসী ব্লগার এ বিষয়ে কথা বলছেন।

দিনটি সম্পর্কে কিউবার নির্বাসিতদের নোট থেকে দিনটির কিছুটা পটভূমি জানা যায়। এতে ব্যাখ্যা করা হয়েছে:

সরকারগুলোকে সংবাদমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সার্বজনীন মানবাধিকার ঘোষণার ১৯তম ধারার অধীনে স্বীকৃত মত প্রকাশের স্বাধীনতার অধিকারকে সম্মান করা এবং সমুন্নত রাখার বিষয়ে তাদের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিতে জাতিসংঘ  ২০শে ডিসেম্বর, ১৯৯৩ তারিখে ৩রা মে’কে বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস ঘোষণা করেছে। “একটি স্বাধীন এবং বহুমাত্রিক আফ্রিকীয় সংবাদমাধ্যম চালু” বিষয়ক একটি ইউনেস্কো সেমিনারে আফ্রিকান সাংবাদিকদের সম্মত মুক্ত সংবাদমাধ্যম নীতিমালা উইন্ডহোয়েক ঘোষণার বার্ষিকী পালন করতে ৩রা মে তারিখটিকে বেছে নেয়া হয়েছে; পরবর্তীতে ইউনেস্কো সাধারণ সম্মেলন এটিকে সমর্থন করে।

কিউবান-মার্কিন নারী জোট সাংবাদিক সুরক্ষা কমিটির এই প্রতিবেদনটির জন্যে তাদের ব্লগে একটি সংযোগ পোস্ট করেছে যেখানে কিউবাকে সবচেয়ে বেশি সেন্সরকারী দেশ হিসেবে তালিকাবদ্ধ করেছে। পরবর্তী একটি পোস্টে এটি কিউবা্র ব্লগার এবং স্বাধীন সাংবাদিক লুই ফেলিপে রোহাসের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে, যাকে এমনেস্টি ইন্টারন্যাশনালের একটি নিবন্ধে উপস্থাপন করা হয়েছে

কিউবার নির্বাসিতদের নোট সাংবাদিক সুরক্ষা কমিটির প্রতিবেদনটিও আমলে নেয় এবং বলেছে:

কিউবার একনায়কতন্ত্রের অবস্থান নবম স্থানে হলেও চারটি নিকৃষ্টের (যেমন পাওয়া গিয়েছে) তিনটিই ক্যাস্ত্রো ভাইদের ঘনিষ্ঠ মিত্র।

এদিকে বাবালু বলেছেন যে:

কিউবার স্বাধীন সংবাদ সংস্থা সিআইএইচপ্রেস এপ্রিল মাসে কিউবাতে ৩৪০টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার নথিবদ্ধ করেছে। এর ফলে এই বছরে এজেন্সিটির নথিভুক্ত সর্বমোট রাজনৈতিক গ্রেপ্তারের সংখ্যা ১,৯১৫টিতে দাঁড়িয়েছে। বর্তমান এই গতিতে ক্যাস্ত্রো একনায়কতন্ত্র বছর শেষে প্রায় ৬,০০০ গ্রেপ্তার করতে পারে, যা ২০১১ সালের গ্রেপ্তার সংখ্যার প্রায় দ্বিগুণ।

নির্বাসিতদের নোট “বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসের স্বাস্থ্যপান”-এ কারারুদ্ধ সকল সাংবাদিকদের সম্মানার্থে একটি ভিডিও পোস্ট করে কিউবার কিছু বিবেকের বন্দী সম্পর্কে ব্লগে লিখেছে:

স্বাধীনতার উদ্দেশ্যে স্বাস্থ্যপান করতে গিয়ে দু’জন পর্তুগীজ ছাত্র সাত বছর কারারুদ্ধ থাকার কারণে পঞ্চাশ বছর আগে ২৮শে মে, ১৯৬১ তারিখে এমনেস্টি ইন্টারন্যাশনাল গঠিত হয়েছিল। আজ কিউবাতে স্বাধীনতার পক্ষে কথা বলা এবং মিছিল করার কারণে পুরুষ এবং নারীদের আটকে রাখা হয়। মৌলিক অধিকার চর্চার চেষ্টা করার অপরাধে সাংবাদিকদের হয়রানি, আটক এবং কারারুদ্ধ করা হয়। তাদের একজন হলেন লুইস ফেলিপে রোহাস। অন্যদের পাওয়া যায় ‘হাবলমোস সংবাদমাধ্যম’ তথ্য কেন্দ্রে। তাদের শ্রদ্ধা জানিয়ে এই বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসে এটা… তাদের জন্যে উৎসর্গীকৃত: স্বাধীনতার উদ্দেশ্যে একটি স্বাস্থ্যপান।

“সংবাদমাধ্যমের স্বাধীনতা পরিত্যাক্ত” পোস্টে ব্যবহৃত থাম্বনেইল ছবিটি ব্ল্যাকবার্ণমাইক_১-এর। এটি (সিসি বাই-এনসি-এসএ ২.০) সৃজনশীল সাধারণ লাইসেন্সের আওতায় ব্যবহৃত।
Exit mobile version