মোজাম্বিক: মেয়র উপ- নির্বাচনের প্রাক্কালে পুলিশ কর্তৃক ব্লগার আটক

ছবি তোলার অপরাধে ১৮ এপ্রিল তারিখে ইনহামবানে থেকে আইনজীবী ও ব্লগার কাস্তদিও দুমা কে পুলিশ গ্রেফতার করে। পাঁচ ঘণ্টা পরে তাঁকে মুক্তি প্রদান করা হয়। @ভারদাদে সংবাদপত্রের মতে [পিটার্সবার্গ], তল্লাশীর সময় ৫৩ জন নাগরিককে (এঁদের বেশিরভাগ বিরোধী দল এম ডি এম-এর সমর্থক) গ্রেফতার করা হয়।

Exit mobile version