গ্লোবাল ভয়েসেস পডকাস্ট: আমাদের স্কুলের দিনগুলোর স্মৃতিচারণ

স্বাগত বিশ্ব!

গ্লোবাল ভয়েসেসের পডকাস্টে স্বাগতম। এই সংস্করণটিতে আমরা স্কুলে যাচ্ছি। আমরা নাইজার নদীর চরম শিক্ষণ থেকে শুরু করে আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে সত্য শোনার পর সারা বিশ্বের কয়েকজন গ্লোবাল ভয়েসেসের প্রদায়কদের জ্ঞানলাভের সবচেয়ে প্রিয় বা স্মরণীয় কিছু মুহূর্তের চিন্তায় ফিরে যাব।

দেখা যাক, গ্লোবাল ভয়েসেসের মানুষগুলোর স্কুলজীবনের দিনগুলো কেমন ছিল?

একটি বিস্ফোরক স্মৃতি

ব্রাজিলের পওলা গোয়েজ আমাদের বহুভাষী সম্পাদক। শুনুন তার সাংবাদিকতা স্কুলের একটি মজার স্মৃতি। এক সুপারহিরো কস্টিউম পার্টিতে “অন্ধকারে ঝলক” নামের একটি আলু-মেয়নিজ সালাদ পরিবেশন করার ফলে একটি হাসপাতালে ছাত্র-ছাত্রীদের ভয়ানক ছুটোছুটি বেড়ে যায়। এতে ডাক্তার এবং পথচারীরাও খুব মজা পায়।

বহু বছর পরে গল্পগুলো শুনে হাসার জন্যে প্রত্যেকেই বেঁচে থাকে।

নৌকায় বসে ইন্টারনেট শেখানো

এই পর্বেও আমাদের আশ্চর্য একটি শেখানোর গল্প আছে – নৌকা এবং নদীর।

রাইজিং ভয়েসেসের পরিচালক এডি আভিলা মালিতে বুকারি কোনাতে সঙ্গে নাইজার নদী বরাবর নৌকায় করে গ্রামে ইন্টারনেট নিয়ে আসা সেগু গ্রাম প্রকল্প সম্পর্কে আলোচনা করছিলেন। ৮০০ গ্রামবাসীর কাছে ইন্টারনেট নিয়ে আসা যাত্রাটি সম্পর্কে আরও পড়ুন এবং ফ্লিকারে শেয়ার করা বুকারির ছবি দেখুন।

একজন অবিস্মরণীয় শিক্ষক

ব্স্কুলদিনের স্মৃতি ঘনিষ্ঠভাবে বন্ধু বা শত্রুদের সাথে যুক্ত হলেও তারা স্থান এবং অবশ্যই শিক্ষকদের সাথেও সম্পর্কিত। কেউ কেউ বলেন যে স্কুল ছেড়ে যাওয়ার অনেক বছর পরও সবচেয়ে ভাল এবং মন্দ দু‘প্রকার শিক্ষকদেরই আপনার মনে থাকে। গ্রীসে ভেরোনিকি ক্রিকোনি একটি সময়, স্থান এবং একজন শিক্ষকের প্রতি একটা সুন্দর শ্রদ্ধা শেয়ার করছেন।

খেলার মাঠের রাজনীতি

আমাদের শৈশবে শেখার এসব সময় আমরা এখন যা তা হতে সাহায্য করতে পারে। সাইরাস ফারিভার একজন সাংবাদিক, প্রযোজক এবং লেখক। তিনি খেলার মাঠের একটি আবেগপ্রবণ মুহূর্তের বর্ণনা করেছেন … তার বন্ধুকে কামড়ে দেয়ার পর … যা তাকে তার স্কুল জীবনে সবচেয়ে বড় সমস্যায় ফেলে দিয়েছিল।

এছাড়াও খেলার মাঠের একটি গুরুত্বপুর্ণ মুহূর্ত স্মরণ করে কলম্বিয়া থেকে জুলিয়ানা রিংকন পাররা বর্ণনা করেছেন, কীভাবে তিনি তার বন্ধুদের সঙ্গে “হাউজ” নামের একটি সাধারণ খেলা খেলার জন্যে লিঙ্গ রাজনীতির একটি খনির সাথে আপস করতে বাধ্য হয়েছিলেন।
ইথান কিভাবে এতো দ্রুত টাইপ শিখেছে

স্কুলজীবন এমন একটি সময় হতে পারে যেখানে আপনি বুঝতে পারেন পরবর্তী জীবনে আপনি যেখানে যেতে চান। কিন্তু সেখানে যাওয়া সবসময় সহজ নয়।

গ্লোবাল ভয়েসেসের সহ-প্রতিষ্ঠাতা হতে যাওয়া ইথান জুকারম্যান নামের একটি ছেলে বলছেন কীভাবে ৪র্থ গ্রেডে তার হাতের লেখার সমস্যা তার আশা প্রায় শেষ করে দিয়েছিল … যদি না সে টাইপ শিখতো। দ্রুত!!

লাঞ্ছনার বিরুদ্ধে দাঁড়ানো

স্কুলের শিক্ষকদের সাথে কঠিন সময় ইথানের গল্পের মতো সুন্দর সমাধানের দিকে ধাবিত করতে পারে। দুর্ভাগ্যবশত আমাদের কেউ কেউ গুটিকয়েক বন্ধু এবং অনেক শত্রুদের মাঝে বেড়ে উঠেছি। স্কুলে লাঞ্ছনা একটি আন্তর্জাতিক সমস্যা এবং এর সঠিক সমাধান খুঁজে বের করা খুব একটা সহজ নয়।

লাঞ্ছনা ভোগ করেছেন এমন একজন হলেন ভুক। তিনি একজন ১২ বছর বয়সী ব্লগার এবং সার্বিয়ার দানিসা রাদিসিচ-এর পুত্র। তারা একসঙ্গে ব্যাখ্যা করেছেন কি ঘটেছে এবং এই ধরনের চাপে স্কুল কি করে। লাঞ্ছনার শিকার হলে আপনি একা এর মধ্য দিয়ে যাবেন না বরং আপনি কথা বলতে পারেন এমন কাউকে খুঁজে বের করুন, তিনি বলেছেন।
বিদেশে পড়াশুনা

ফ্রাঁসোয়া-হেভিয়ে এডা-আফানা একজন লেখক এবং অনুবাদক। তিনি তার ব্লগে নিজেকে “বিশ্বে পথ খুঁজে ফেরা একজন চমৎকার ক্যামেরুনিয়ান” হিসাবে বর্ণনা করেছেন।”

তিনি আমাদের বলেছেন গ্রীসের সাইপ্রাসে আন্তর্জাতিক সম্পর্কে পড়াশুনা কীভাবে ইতিহাস ও শিক্ষার সম্পর্কে তার দৃষ্টিভঙ্গী গঠনে সাহায্য করেছে, নতুন সংস্কৃতি এবং মানুষের প্রতি তার মনকে খুলে দিয়েছে।.

স্কুলের পথে দীর্ঘ যাত্রা

আমাদের চূড়ান্ত গল্পটি একটি যাত্রা সম্পর্কে। অতীতের ভেতর একটি যাত্রা। সেই ৩ কিলোমিটার পথটি ৮ বছর বয়সী ভিক্টর কাওঙ্গা মালাউইতে স্কুলের পথে প্রতিদিন হাঁটতেন, কখনো কখনো বৃষ্টিতে কলাপাতার ছাতা বানিয়ে। আজ ভিক্টর একজন ব্রডকাস্ট সাংবাদিক। তার স্কুলে যাওয়ার পথটি গাড়ি চালিয়ে যেতে যেতে তিনি বলেন, “দূরত্বটা একই থেকে গেলেও, এখনই কেবল এটিকে অনেক ছোট মনে হয়।”

শোনার জন্যে ধন্যবাদ

এই সংস্করণে আমাদের এগুলোই ছিল। আমরা বিশ্বের যেখানকারই হই না কেন স্কুল এবং শিক্ষণের গল্পগুলো আমাদের একইরকম করে দেয়া বিষয়গুলো মনে করিয়ে দেয়। আমরা সবাই যখন অনভিজ্ঞ সে সব দিনের নানা বিষয় আমাদেরকে এক করে দেয়। এখন আমরা কি হয়েছি সেটা দেখে আমরা অবাক হতে পারি।

আমাদের সব প্রদায়কদের বিশাল ধন্যবাদ যারা আমাদেরকে তাদের জীবনের ফিরিয়ে নিয়ে গেছেন এবং তাদেরও যারা আজকের দিনের শিক্ষার একটি ছবি শেয়ার করেছেন। আমি মনে করি আমরা সবাই কিছু শিখেছি!

সঙ্গীতের কৃতিত্ব

পডকাস্টে আপনি প্রচুর মনোমুগ্ধকর সৃজনশীল সাধারণ সঙ্গীত শুনতে পাবেন। মার্ক কটনকে ধন্যবাদ তার অসাধারণ সৃষ্টির জন্যে এবং ধন্যবাদ চমৎকার কণ্ঠদানে অংশ নেয়ার এবং ক্লিপগুলোর জন্যে যেগুলো পডকাস্টটিকে জোড়া লাগাতে সাহায্য করেছে। গ্লোবাল ভয়েসেসের পডকাস্টে বিশ্ব কথা বলছে, আশা করি আপনারা শুনছেন!

https://www.archive.org/download/GvPodcast9/GV9.mp3?_=1
Exit mobile version