গ্লোবাল ভয়েসেস পডকাস্টঃ অকুপাই দিজ!

এই পোস্টটি #অকুপাই ওয়ার্ল্ডওয়াইড নামক আন্দোলনের উপর করা বিশেষ কাভারেজের অংশ।

স্বাগত বিশ্ব !

গ্লোবাল ভয়েসেস-এর আরেকটি পডকাস্ট সংখ্যায় আপনাদের স্বাগতম। এই সংখ্যায় আমরা বিশ্বব্যাপী অকুপাই আন্দোলন এবং প্রতিবাদের কিছু চিন্তা এবং বিষয় নিয়ে কথা বলব, একই সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের দলের কয়েকজনের দ্বারা ধারণকৃত কিছু বক্তব্য শুনব।

আমার গ্রিক সহ –উপস্থাপক

আমি এই “ অকুপাই” নামক প্রতিবাদ আন্দোলন সংখ্যায় এ্যাস্টেরিস মাসোরাস নামক গ্লোবাল ভয়েসস-এর লেখক এবং গ্লোবাল ভয়েসেস গ্রিক এর সম্পাদক-এর সাথে মিলে উপস্থাপন করেছি।

যখন থেকে #অকুপাই নামক অন্দোলন অনলাইনে শুরু হয়েছে, তখন থেকে এ্যাস্টেরিস তার উপর নজর রেখে চলেছে। এই বিশেষ সংখ্যার পডকাস্টের জন্য তাঁর চেয়ে আর ভাল সঙ্গ কে দিতে পারে?

আমরা স্কাইপিতে এক সাথে হয়েছি এবং গ্রীক, ইউরোপ এবং দি অকুপাই ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে কি ভাবে এই আন্দোলন স্বয়ং নিজের এবং অন্যের সাথে যোগাযোগ স্থাপন করেছে সেই বিষয় নিয়ে আলোচনা করেছি।

অকুপাই ডেনমার্ক

গ্লোবাল ভয়েসস ডেনমার্ক –এর সহ সম্পাদিকা মারিয়া গ্রাবোওয়াস্কি কাযের, দেশটির আন্দোলনকারীদের দ্বারা দখলকৃত বা অকুপাই এলাকায় ভ্রমণ করেন,তাদের কাজের পদ্ধতি এবং বার্তা প্রদানের বিষয় সম্বন্ধে জানার জন্য। অনেকে মনে করে প্রতিবাদকারীরা হিপ্পি। তবে থমাস, যে ডেনমার্কে এই আন্দোলন সংগঠিত হওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে, তিনি এই লক্ষ্য গ্রহণ করেছেন যে, তিনি প্রমান করবেন, এই সমস্ত আন্দোলন সম্বন্ধে এইসব গতানুগতিক ধারণা মোটেও সত্য নয়।

অকুপাই ডেনমার্কের থমাস থামাস, মারিয়া গ্রাবোস্কি কাযের-এর সাথে কথা বলছেন

লন্ডনের পত্রিকা

এদিকে লন্ডনে, সেন্ট পল ক্যাথেড্রাল নামক এলাকায় দি অকুপাই নামক আন্দোলনের সংবাদ একটি সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে যার নাম দি অকুপাই টাইমস অফ লন্ডন। আমি এই পত্রিকার সম্পাদক স্টিভ ম্যাকক্লিন-এর সাথে সাক্ষাৎ করি এই বিষয়টি জানার জন্য যে, এই পত্রিকা কি ভাবে কাজ করে।

অকুপাই লন্ডন, স্টিভ ম্যাকক্লিন, দি অকুপাই টাইমস –এর সম্পাদক।

মাইন নামক এলাকার একটি শিবির

ফ্রান্সেস হার্লো, এক স্বাধীন রেডিও অনুষ্ঠান পরিচালকর এবং গ্লোবাল ভয়েসেস-এর একজন বন্ধু। যুক্তরাষ্ট্রে, পোর্টল্যান্ড-এর মাইনে, ব্রাউন বিশ্ববিদ্যালয় ভদ্রমহিলা লবণ শিল্পের শিক্ষা প্রতিষ্ঠান উপর গবেষণা করার সময়, স্থানীয় এক অকুপাই ক্যাম্পের মানুষদের কথা ধারণ করেছেন,

ফ্রান্সেস-এর রিপোর্ট প্রদর্শন করছে যে এ ধরণের প্রবল আবেগপ্রবণ মানুষদের মাঝে একটি বার্তা ছড়িয়ে দেওয়ার বিষয়টি সহজ নয়। ফ্রান্সেস-এর একটি অসাধারন অডিওর কাজ সম্বন্ধে এখানে শুনতে পাবেন।

কি কারণে আপনি গ্লোবাল অকুপাই আন্দোলন শুরু করতে চান? আপনার কাছআকাছি কোন এলাকায় কি এই আন্দোলনের কোন শিবির আছে, অথবা আপনি কি তাতে অংশ গ্রহণ করেছেন?

সামগ্রিক আন্দোলনকে একটি মাত্র পডকাস্টে তুলে ধরা সহজ নয়, কারণ সীমান্ত ভেদে এর মধ্যে মিল এবং অমিল উল্লেখ করতে পারাটা বেশ কৌতূহল জনক হবে। এই বিষয়ে আপনি বিস্তারিত আরো অনেক লেখা পড়তে পারেন গ্লোবাল ভয়েসেস-এর গ্লোবাল অকুপাই মুভমেন্ট-এর বিশেষ সংবাদের পাতায়

সঙ্গীতের কৃতিত্ব
পডকাস্টে আপনারা প্রচুর সুন্দর ক্রিয়েটিভ কমন্স সঙ্গীত শুনেছেন। এক অসাধারণ সৃষ্টির জন্য, এর সাথে চমৎকার ভাবে উচ্চারিত ধারাবর্ণনা (ভয়েসওভার) প্রদানকারীদের ধন্যবাদ। তাদের বর্ণনা এইসব ক্লিপ বা অডিও অংশ একসাথে পডকাস্টকে জোড়া দিতে সাহায্য করেছে।

গ্লোবাল ভয়েসেস পডকাস্ট, বিশ্ব কথা বলছে, আমরা আশা করি আপনারা শুনছেন!

এই পোস্টটি #অকুপাই ওয়ার্ল্ডওয়াইড নামক আন্দোলনের উপর করা বিশেষ কাভারেজের অংশ।

https://www.archive.org/download/GvPodcast8/GV8.mp3?_=1
Exit mobile version