তাইওয়ানঃ তাইপেতে অনুষ্ঠিত সমকামী শোভাযাত্রা ২০১১-এর ছবি

তাইওয়ানের সমকামী শোভাযাত্রা ২০১১ -এর লোগো

তাইওয়ানের বাৎসরিক তাইওয়ান এলজিবিটি ( লেসবিয়ান, গে, বাই সেক্সুয়াল, ও ট্রান্স জেন্ডার বা পুরুষ ও নারী সমকামী, উভয় লিঙ্গ এবং লিঙ্গ পরিবর্তনকারী) প্রাইড প্যারেড বা তাইওয়ান সমকামী শোভাযাত্রা ২৯ অক্টোবর, ২০১১-এ তাইপেতে অনুষ্ঠিত হয়, যা হচ্ছে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ সমকামী শোভাযাত্রা।

সাম্য এবং শ্রদ্ধার জন্য তাইওয়ানের সমকামী সম্প্রদায় এক দশক ধরে লড়াই করে আসছে। যদিও প্রতিদিনের জীবনে একটু একটু করে এই হিংসাত্মক মনোভাব কমে আসছে, তারপরেও শিক্ষা এবং আইনী ব্যবস্থায় বৈষম্য রয়ে গেছে।

এই শোভাযাত্রার নিজস্ব ওয়েবসাইট অনুসারে:

এক বালক এক পোস্টার ধরে রেখেছে। যেখানে লেখা রয়েছে আমার মা এক সমকামী মহিলা এবং আমার মার কোন ত্রুটি নেই। ছবি কুললাউড.অর্গ-এর (সিসি বাই-এনডি-এনডি)

এক দশক আগে সমকামী কোন মানুষের প্রতি সমকামী বিরোধী দল সরাসরি হিংসাত্মক আচরণ প্রকাশ করত, তার তুলনায় আজকাল তারা বলতে শিখেছে যে “আমরা সমকামী ব্যক্তিকে শ্রদ্ধা করি” এবং তারা উদার হবার ভান করে। কিন্তু এদিকে তারা সমকামী সম্প্রদায়ের মৌলিক নাগরিক অধিকার হরণ করার চেষ্টা কখনো বন্ধ করেনি। এছাড়াও তারা এমনকি সংসদ সদস্য এবং নীতি নির্ধারকদের প্রভাবিত করার জন্য অবৈধ পন্থা গ্রহণ করতে পিছপা হয় না, যা হয়ত আমাদের মূল্যবান গণতান্ত্রিক অর্জনকে ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে। এই রকম কঠিন এক পরিস্থিতিতে, তাইওয়ানের সমকামী সম্প্রদায় দেশটির সমকামী নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে যে তারা যেন সংস্কৃতি এবং সমাজের মাঝে এ ব্যাপারে যে বৈষম্যে তার প্রতি আরো সতর্কতা প্রদর্শন এবং যে ছদ্ম হিংসাত্মক আচরণ জাতীয় সমস্ত সমস্যা রয়েছে তা যেন উন্মোচন করে, এটা এই কারণে করতে হবে, যাতে আমরা আমাদের মানবাধিকারের ক্ষেত্রে শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে পারি।

২০০৩ সালে এই শোভাযাত্রার শুরু হয়। সে বছরে এতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৫০০ জন। এই অনুষ্ঠান খুব দ্রুত জনপ্রিয় হতে থাকে; যেখানে ২০০৯ সালে ২৫,০০ জন এবং ২০১০ সালে ৩০,০০০ জন নাগরিক এতে অংশগ্রহণ করে।

এবারের বিষয় বস্তু ছিল “সমকামীরা লড়াইয়ে ফিরে এসেছে! বৈষম্য বিদায় হও”। এই বিষয়বস্তুর আওতায় এই শোভাযাত্রা তাইপের কাইদাগ্লেন বুলভার্ড নামক এলাকা থেকে শুরু হয় এবং দুটি সড়কে বিভক্ত হয়ে আবার এটি কাইদাগ্লেন বুলভার্ড-এ ফিরে আসে। এই শোভাযাত্রা অংশগ্রহণকারীরা যৌনতা বিষয়ক ধারণা এবং তারুণ্যকে প্রাধান্য দেওয়া, যৌন শিক্ষার প্রয়োগ, পুরুষ সমকামী বিবাহের স্বীকৃতি এবং যৌন কর্মীদের প্রতি যে অপরাধমূলক মনোভাব তা দুর করে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের দাবী জানায়।

নীচে এবারের শোভাযাত্রার কিছু ছবি প্রদর্শন করা হল, যে গুলো কুললাউড.অর্গ.তাই- সাইট থেকে নেওয়া হয়েছে:

কিছু ধর্মীয় সম্প্রদায় তরুণদের স্কুলে সমকামী বা এলজিবিটি বিষয়ে শিক্ষা প্রদানের বিরুদ্ধে । শোভাযাত্রায় অংশগ্রহণকারী গুয়ানিয়া (觀世音菩薩)-এর সাজে অংশ গ্রহণ করেছে। গুয়ানিয়া হচ্ছে একজন বোধিসত্ব, যে কিনা ছেলে বা মেয়ে উভয়ে হতে পারে, সে এখানে প্রদর্শন করছে যে এমনকি পরম প্রভু -এ সম্প্রদায়ের একজন হতে পারেন।

অনেক বিশ্ববিদ্যালয়ের সমকামী ক্লাবের অনেকে এই শোভাযাত্রা অংশ নেয়।

অনেকে বিদেশী পর্যটক এবং শিক্ষা বিনিময় কার্যক্রমের আওতায় আসা ছাত্রছাত্রী এই শোভাযাত্রাকে সমর্থন করতে করেছে

এখানে এই পুরুষ বক্তা তার মালিকের কাছ থেকে পাওয়া খারাপ আচরণ সম্বন্ধে বর্ণনা করেছে যে কিনা কর্মস্থলে মেয়েদের পোশাক পড়ার কারণে তিরস্কৃত হয়। বোর্ড বলছে যে সেখানে ক্রস জেন্ডারের (বিপরীত লিঙ্গের মত আচরণকারী) একজন প্রতিনিধি থাকা প্রয়োজন।

তাইওয়ানের আন্তর্জাতিক শ্রমিক সংগঠনও তাইওয়ানের প্রতিনিধি-হীন অভিবাসী শ্রমিকদের যৌন অধিকারে বিষয়ে সোচ্চার হয়েছে।

সমকামী সম্প্রদায়ের মধ্যে যারা শারীরিক প্রতিবন্ধি তার বলছে, তারা এদের মধ্য দ্বিগুণ বৈষম্যের শিকার হয়।

জনপ্রিয় গায়ক ডেজার্ট চ্যাং এ বছরের রেইনবো অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছে।

কুললাউড.অর্গ. তাই-এর ফ্লিকার এল্যাবামে গিয়ে আপনার এই শোভাযাত্রার আরো ছবি দেখতে পাবেন এবং এই শোভাযাত্রার নিজস্ব ওয়েবাসাইট এই অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছে

Exit mobile version