জর্ডান: যুবরাজ হাসান টুইটারে যোগ দিয়েছেন

জর্ডানের যুবরাজ হাসান টুইটারে যোগদান করেছেন যা জর্ডানের অনেক টুইটার ব্যবহারকারীকে উল্লসিত করেছে। মৃত বাদশাহ তালাল এবং রাণী জেইন আল সারাফ-এর পুত্র এবং মৃত বাদশাহ হুসেইন-এর ভ্রাতা এই যুবরাজ হাসান এবং তিনি বর্তমান বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর চাচা ।

যুবরাজ হাসান জর্ডানের রাজ পরিবারে সদস্য যিনি ১৯৬৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি ক্রাউন প্রিন্স (বাদশাহের অবর্তমানে বা মৃত্যুর পর যিনি ক্ষমতার উত্তরাধিকারী বলে বিবেচিত হন) ছিলেন। তিনি রাজ পরিবারে তৃতীয় সদস্য যিনি টুইটারে যোগ দিলেন। এ রকম উচ্চ ক্ষমতা সম্পন্ন তাঁর যে সব ঘনিষ্ঠ আত্মীয় টুইটারে যোগ দিয়েছে, তাদের মধ্যে রয়েছে রাণী নুর আল হুসাইন, যিনি মৃত বাদশাহ হুসাইনের বিধবা পত্নী এবং বর্তমান বাদশাহ আবদুল্লাহর স্ত্রী রাণী রানিয়া আল আবদুল্লাহ

যুবরাজ হাসান জনপ্রিয় জর্ডানের টুইটারকারীদের মাঝে, যারা টেলিভিশনে তার উপস্থিতি অথবা জনতার সামনে তার ভাষণ নিয়ে টুইট করে। এখন তিনি জর্ডানের টুইটারকারীদের সাথে যোগ দিলেন।

আক্রুমিড্রেস টুইট করেছে, কেন যুবরাজ হাসানের টুইটারে যোগ দেওয়ায় তিনি খুশী:

জর্ডানের যুবরাজ হাসান

لأنك ترى رجلا يستحق الإحترام يعي ما يقول ويواكب روح العصر ونهجه المعرفي تركة للأردن بأكمله

কারণ আপনারা এমন একজন মানুষকে পাচ্ছেন যিনি সত্যিকার অর্থে শ্রদ্ধার পাত্র; তা যা বলেন সে বিষয়ে উপলব্ধি করে কথা বলেন এবং এই সময়, এখনকার জ্ঞানের চেতনায় তিনি চলেন। তিনি জর্ডানের সত্যিকারের এক সম্পদ।

আম্মানটিটি (আম্মান টেক টুইসডে) নামক অনুষ্ঠানে যুবরাজের জন্য “ক্রমাগত চলতে থাকা, উদ্ভাবন এবং পরিবর্তন: এক বুদ্ধিবৃত্তিক অর্থনৈতিক ব্যবস্থা নির্মাণ” নাম আলোচনা সভার ব্যবস্থা রাখা হয়। এই বিষয়টিকে সামনে রেখে তিনি তার টুইটার একাউন্ট (@এইচআরএইচপ্রিন্সহাসান) সৃষ্টি করেছেন। যা এক ঘন্টার মধ্যে শত শত অনুসরণকারীর লাভ করে।

যুবরাজ তার নিজস্ব ফেসবুক পাতায় ঘোষণা প্রদান করে যে তিনি টুইটারে প্রবেশ করতে যাচ্ছেন:

টুইটার সম্বন্ধে অনেক শোনা এবং এই বিষয়ে অনেক পাঠের পর, আমি এখানে একটা একাউন্ট খুলতে মনস্থির করেছি। দয়া করে আমার সাথে থাকুন।https://twitter.com/#!/HRHPrinceHassan @HRHPrinceHassan

যুবরাজ হাসানের নিজস্ব টুইটার একাউন্ট

যখন যুবরাজ হাসান কাউকে অনুসরণ করেছে, তখন ইয়াজাআমরো টুইট করেছে

এটা এক অসাধারণ ইমেইল যা আমি পয়েছি। (এইচআরএইচ যুবরাজ এল হাসান, @এইচআরএইচপ্রিন্সহাসান) যুবরাজ হাসান এখন ফেসবুকে আপনাকে অনুসরণ করছে। যুবরাজ হাসান, স্রষ্টা আপনার মঙ্গল করুক।

ওয়ারা২৩ইনাবও এতে খুশী, ভদ্রমহিলা টুইট করেছেন:

হে রাজাধিরাজ এখানে আপনাকে আন্তরিক ভাবে স্বাগতম @এইচআরএইচপ্রিন্সহাসান। এই ভার্চুয়াল, তবে ঘনিষ্ঠ জগতে আপনার সাথে যোগাযোগ করার সুযোগ পেয়ে আমি দারুণ আনন্দিত।

আরহাম্মুরি বলেন :

এখানে আপনার চিন্তা পাঠ করতে পারা, অতীব দারুণ এক বিষয়, হে রাজন। এটা টুইটারকে আরো ভালো এক অর্থ প্রদান করবে। আপনাকে ধন্যবাদ স্যার।

Exit mobile version