যুক্তরাষ্ট্র: লাতিন সাহিত্যের জন্য বাস্তব ও ডিজিটালের সমন্বয়

অরোরা আনায়া সেরডা পরিচালিত একটি অনলাইন গ্রন্থাগার লা কাসা আজুল সম্প্রতি ঘোষণা দিয়েছে যে, এটি নিউ ইয়র্কের ওয়াশিংটন হাইটসে অবস্থিত একটি নতুন গ্রন্থাগারের সাথে যুক্ত হতে যাচ্ছে।  ওয়ার্ড আপ (@wordupbooks) – এর মূল লক্ষ্য দু’টিঃ লাতিন আমেরিকান এবং স্বাধীন গ্রন্থাগার ছড়িয়ে দেয়া।

লা কাসা আজুল শুধু মাত্র কয়েকবার পুরস্কৃতই হয় নি, এটি বেশ কিছু উল্লেখযোগ্য কাজও করেছে। একটি লাতিন গ্রন্থ সংগঠন এর সঙ্গে সাক্ষাৎকারে, অরোরা ব্যাখ্যা করেন যে, ২০০৮ সাল থেকে স্প্যানিশ ও ইংরেজি ভাষায় তার ডিজিটাল প্ল্যাটফর্মের বই এবং অডিও গ্রন্থ আছে। অরোরা নিউ ইয়র্ক শহরে মুসিও দেল ব্যারিওতে একটি পঠন ক্লাবও প্রতিষ্ঠা করেন এবং ক্লাবটি চালু হওয়ার পর থেকে সবাই বিভিন্ন লেখকদের সাথে এখানে কথা বলতে পারেন। পরবর্তী সমাগমের বিশেষ অতিথি হবেন এসমারাল্ডা সান্তিয়াগো যিনি তার নতুন উপন্যাস কনকুইস্তাদোরা নিয়ে বলবেন।

যদিও ওয়ার্ড আপ এর কাহিনী ভিন্ন, কিন্তু অপ্রতিরোধ্য। মাসখানেক পূর্বে, ফ্র্যাকশিয়াস প্রেসসেভেন স্টোরি প্রেস সম্পাদকীয়র সহ-প্রতিষ্ঠাতা ভেরোনিকা লিউ একটি গ্রন্থাগার সংগঠন প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করতে নর্দার্ন ম্যানহ্যাটন শিল্পকলা সংঘ এবং অভিজাত এলাকার লোকজনের সাথে দেখা করেছেন। এ লক্ষ্য অর্জিত হয়েছে।

আর্ট বাই ডিজে বয় – এর নিচের ভিডিওটিতে এ জায়গার বিস্ময়কর ক্ষমতা দেখানো হয়েছে যা সবাইকে উৎসাহিত করে:

যেহেতু এটি সাময়িক, তাই আমরা এই ক্লাবটিকে স্থায়ী পরিকল্পনায় সমর্থনের জন্য একটি অনুরোধ লিংকও দিয়েছি।

সন্দেহ নেই যে, দুই গ্রন্থাগারের একত্রীকরণের বিষয়টি উল্লেখযোগ্য বিবেচিত হয়েছে। কাসা আজুল অনলাইন বার্তার মত এটি এর নতুন দ্বিভাষী পত্রিকা চালু করেছে। দি রিও গ্র্যান্ডে রিভিউ এল পাসোতে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল লেখক ছাত্রদের দ্বারা সৃষ্ট। এই পত্রিকার অনলাইন ভার্সন আপনি এখানে দেখতে পারবেন।

আপনি উভয় গ্রন্থাগারই বাস্তব অথবা ডিজিটালভাবে পরিদর্শন করতে পারেন।

Exit mobile version