চীন: ডালিয়ানে বিশাল এক বিক্ষোভ

Sign reads: "PX—out of Dalian now!"

এই প্রতীক চিহ্নতে লেখা রয়েছে: “পিএক্স- ডালিয়ান ছেড়ে যাও!

চার বছর পর উত্তর চীনের ডালিয়ান প্রদেশের শিয়ামেন এলাকার বাসিন্দার আবার একই ধরনের একই প্রতিবাদ শুরু করেছে। ফুজিয়া পিক্সাইলেন নামক কারখানার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রোববার এলাকার বাসিন্দারা শহরের রাস্তায় নেমে আসে। এখানকার বাসিন্দারা মনে করছে যে এই কারখানাটি শহরের খুব কাছে বানানো হয়েছে। কর্তৃপক্ষ এই সপ্তাহের শুরুতে ঘোষনা প্রদান করে যে তারা এই কারখানাটিকে সরিয়ে ফেলবে।

এখানে এই ব্যানারটিতে লেখা রয়েছেঃ “পি x আউট (পি এখন বিদায় হয়)

এই জন সচেতনতা যা কিনা গত সপ্তাহে এক বিক্ষোভে পরিণত হয়েছে, তা সৃষ্টি করেছে টাইফুন মুইফা, চিনা প্রচার মাধ্যম উক্ত টাইফুনকে এই রাসায়নিক কারখানার জন্য সম্ভব্য এক হুমকি হিসেবে বিবেচনা করেছিল ।

রোববার সকালে ডালিয়ানের প্রভাবশালী নেটওয়ার্ক সাইট থেকে ছবি এবং তাজা সংবাদ এবং সিনো ওয়েবোর অনলাইন ফোরামে এই সংক্রান্ত সকল লেখা জোর করে মুছে ফেলা শুরু হয় এবং এবং দুপুরের মধ্যে বিভিন্ন ব্যক্তির নিজস্ব (ইউজার) একাউন্ট মুছে ফেলা শুরু হয়।

ডালিয়ানের পিপলস স্কোয়ারে উপস্থিত জনতার মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে এমনসংবাদ পাওয়া যায়। রাস্তায় নামার আগে এখান থেকে জনতার বিক্ষোভ শুরু হয়েছিল।

@অয়েলিইয়ুঙ্গ, এফএমন ব্রেকিংনিউজ, @মাইটিবুম এবং মিসএক্সকিউ নামক টুইটার ব্যবহারকারী টুইট অনুসরণ করুন, যারা ঘটনাস্থলে উপস্থিত অন্যদের টুইটের অনুবাদ করেছ। ডালিয়ানের ছবি এখানে জমা করা হচ্ছে এবং #大连পিএক্সনামক টুইটার হ্যাশট্যাগের মাধ্যমে আপনারা তা পেতে পারেন,[ নোটঃ এখানে এই ঘটনার আরো ছবি এবং এর উপর আসা আরো ১০০-এর বেশী ছবি রয়েছে এখানে ]

দুপুর ১২.৪৫ মিনিট পর্যন্ত পাওয়া সাংবাদ।

 

Exit mobile version