সিরিয়া: রমজান মাসেও গণহত্যা চলছে, সেই সাথে বাড়ছে মৃতের সংখ্যা

এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ

এই রমজান মাসেও প্রতিবাদকারীরা রাষ্ট্রপতি বাসার আল আসাদকে ক্ষমতা ত্যাগ করার আহ্বান জানাচ্ছে। যখন দেশটিতে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে, তখন তার প্রেক্ষাপটে সারা আরব বিশ্ব জুড়ে প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।

সিরিয়ার একটিভিস্টরা ঘটনাস্থলে উপস্থিত থেকে তাদের পাঠকদের ঘটনার তাজা সংবাদ প্রদান করছে। ভিডিও পোস্ট করে এবং সামাজিক প্রচার মাধ্যমে সাম্প্রতিক সংবাদ প্রদানের মাধ্যমে তারা এই কাজটি করছে।

সামএসএনএন, লাটিকিয়া এলাকার একটি ভিডিও পোস্ট করেছে। এতে দেখা যাচ্ছে তারাবির নামাজের পর নাগরিকরা বিক্ষোভ করছে। এখানে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছে, আল আসাদ ক্ষমতা ত্যাগ কর। সারাদিনের রোজার শেষে এখানে রাতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সিরিয়ান ডে অফ রেজ আলেপ্পোর এক রাতের ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছে, জনতা শাসকের অপসারণ চায়:

দোউমা থেকে আবুলাহালদোউমা এই ভিডিওটি উঠিয়ে দিয়েছে, এতে দেখা যাচ্ছে নিরাপত্তা রক্ষীরা বিক্ষোভকারীদের উপর গুলি চালাচ্ছে। এই ঘটনাটিও তারবারি নামাজের পর ঘটেছে:

সিরিয়ার নাগরিক লেইলা নাচাওয়াতি টুইট করেছে:

@লেইলা_না: নির্মমতা ক্রমেই বেড়ে চলছে। এই শাসক ক্ষমতা ত্যাগ করার বদলে সব কিছু ধ্বংস করবে, সবাইকে মেরে ফেলবে, সারা দেশে আগুন লাগিয়ে দেবে।#সিরিয়া#রামাদানম্যাসাকার

রাজান সাফোর আজকের মৃত্যুর ঘটনার তাজা সংবাদ প্রদান করছে:

@রাজানস্পিকস: সিরিয়ার আরেকটি রক্তাক্ত দিন #সিরিয়া। হোমস এবং দেইর এল-জোউর এই ঘটনা ঘটল। সংস্কারের নামে আরো ৪৫ জন মানুষকে হত্যা করা হল।#রামাদানম্যাসাকার

এবং সংযুক্ত আরব আমিরাতের সুলতান আল কাশেমী আরেকটি এলাকা আল আরাবিয়ার কথা উদ্ধৃত করেছে:

@সুলতানআলকাশেমী: আল আরাবিয়া; সিরিয়ার একটিভিস্ট: আজ সিরিয়ার সামরিক বাহিনী দ্বারা পরিচালিত হামলায় ৫৭ জন নিহত হয়েছে।#রামাদানম্যাসাকার#সিরিয়া

ইয়েমেন থেকে @নুনআরাবিয়া টুইটারে মন্তব্য করেছে :

@নুনআরাবিয়া:ঈশ্বর লিবিয়ার নাগরিকদের রক্ষা করুন যারা স্বাধীনতার জন্য সম্মুখ সমরে লড়াই করছে #লিবিয়া এবং #সিরিয়ায় নগর গুলোতে সিরিয়ার নাগরিকরা সন্ত্রাসের শিকার হচ্ছে এবং রোজা রাখছে #রামাদান

সিরিয়ায় যে নিষ্ঠুরতা সাধন হচ্ছে তার ভিডিও দেখার পর সৌদি ব্লগার আহমেদ আল ওমরান টুইট করেছেঃ

@আহমেদ: সপ্তাহান্তে ছুটির দিনের জন্য আমার পরিকল্পনা কি? আজকে সিরিয়ার উপর আসা এই সব ভিডিও দেখে, কোন পরিকল্পনা আর আমার কাছে কোন বিষয় নয়।#রামাদানম্যাসাকার

এদিকে বৃটিশ কুর্দী ব্লগার এবং একটিভিস্ট রুয়াদা মুস্তাফা প্রশ্ন করেছে:

@রুয়াদামুস্তাফা: আরবলীগ লীগ কি সিরিয়ার বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা নেবার কথা কি বিবেচনা করছে, নাকি এই প্রশ্ন করাটা অনেক বাড়াবাড়ি একটা বিষয়?#রামাদানম্যাসাকার।

ক্রাউডভয়েস বেশ কিছু ভিডিও এবং তাজা সংবাদ একত্রিত করেছে, যা এখানে পাওয়া যাবে, এখানে একটা সতর্ক বার্তা রয়েছে, এর মধ্যে কিছু ভিডিও গ্রাফিক প্রকৃতির [ বীভৎস]।

এই রমজান মাসে সিরিয়ার ঘটনার উপর টুইটারে আসা প্রতিক্রিয়া সম্বন্ধে আরো জানতে চাইলে #রামাদানম্যাসাকার নামক এই হ্যশট্যাগটি যাচাই করে দেখতে পারেন।

#রামাদানম্যাসাকার হ্যাশট্যাগের অধীনে প্রাপ্ত আরো কিছু ভিডিও এখানে পাওয়া যাবে।

এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ

Exit mobile version