বুলগেরিয়াঃ সোফিয়াতে ডান-পন্থী এক দলের কর্মী এবং মুসলমানদের মধ্যে সংঘর্ষ

জাতায়তাবাদী দল আটাকার (অ্যাটাক বা আক্রমণ) প্রতি যারা সহানুভূতিশীল, তাদের সাথে স্থানীয় মুসলমানদের এক ভয়াবহ সংঘর্ষ সংঘটিত হয়। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত বানিয়া বাহসা মসজিদের সামনে এই সংঘর্ষ অনুষ্ঠিত হয়। আজ যখন বিক্ষোভকারীরা মসজিদের মাইক (লাউড স্পিকারের)-এর কারণে বিক্ষোভ করছিল, তখনি সংঘর্ষ শুরু হয়।

ঠিক বিক্ষোভ প্রদর্শনের শুরুতে জাতায়তাবাদী দলের এক ব্যক্তি তুর্কি ফেজ ( তুর্কি টুপি) বের করে এবং আটাকা দলের প্রতি সহানুভূতিশীল ১৫০ জন ব্যক্তি এবং নামাজ পড়তে থাকা ২০০ জন মুসলমানের সামনে সেটিকে কেটে টুকরো টুকরো করে। দুই দলের মধ্যে উত্তেজনা তখন আরো বেড়ে যায়, যখন আটাকার প্রতি সহানুভূতিশীল কর্মীরা মসজিদের শৌচাগারের ছাদে একটা মাইক বসানোর চেষ্টা করে।

এই সংঘর্ষে অনেকে আহত হয়েছে, যার মধ্যে একজন মুসলমান রয়েছে, যিনি মাথায় আঘাত পেয়েছেন। আটাকা দলের নেতা ভোলেন সিদোরেভার মতে, দলের একজন এমপি দেনিৎজা গেদজেভার চোয়ালে একটা পাথর এসে লাগার ফলে সেও আহত হয় এবং তাকে দ্রুত শহরের প্রধান হাসপাতাল পিরোগোভায় নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগে আরো তিনজনকে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু পরে গেদজেভা সহ সকল আহতদের ছেড়ে দেওয়া হয় যাতে তারা বাড়ী গিয়ে নিজেরা নিজেদের সেবা করতে পারে।

আহতদের পরীক্ষা করা এবং পরে তাদের চিকিৎসার জন্য চিকিৎসকের দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
এই ঘটনায় আটাকার প্রতি সহানুভুতিশীল তিনজনকে গ্রেফতার করা হয়।

আটাকার প্রতিনিধিরা পাথর, ফল, ডিম, ধাতব এবং কাঠের টুকরা মুসলমানদের উপর ছুড়ে মারে, সে সময় আটাকার কর্মীরা, আক্রমণকারীদের হাততালি দিয়ে সমর্থন দিচ্ছিল। টুইটারে এ বিষয়ে অনেক প্রতিক্রিয়া এসেছে [বুলগেরীয়, ইংরেজী ভাষায়]।

@গস্পদিন_আই:

তারা জেহোভা'স উইটনেস নামক অনুসারীদের (খ্রিষ্টানদের একটি বিশেষ শাখা) প্রহার করছে, মুসলমানদের প্রহার করছে। আমি তাদের কাছে জানতে চাই, এরপর কার পালা?

@রুসলানট্রাডঃ

সোফিয়ায় সংঘর্ষের পর মাথায় আঘাত নিয়ে একজন মুসলমান মাটিতে পড়ে আছে, http://twitpic.com/502vuo

সোফিয়ায় সংঘর্ষের পর মাথায় আঘাত নিয়ে একজন মুসলমান মাটিতে পড়ে আছে, http://twitpic.com/502vuo

@রুসলানট্রাডঃ:

বুলগেরিয়ার সকল প্রচার মাধ্যমের প্রতি বুলগেরিয়ার হেলসিঙ্কি কমিটির এক খোলা চিঠি পাঠিয়েছে, যা মূলত ডানপন্থী কর্মী এবং মুসলমানদের মধ্যে অনুষ্ঠিত সংঘর্ষের ঘটনা নিয়ে। http://bit.ly/iGL4B2

@নিরভান্তাঃ:

ঘৃণা মুলক বক্তব্য এবং বর্ণবাদী আক্রমণের জন্য তাদের কি গ্রেফতার করা হবে?

@রুসলানট্রাড:

সোফিয়ার এক ডানপন্থী দলের কর্মীরা এক মসজিদের সামনে জায়নামাজ পোড়াচ্ছে। http://twitpic.com/502wu4

@রুসলানট্রাডঃ সোফিয়ার এক ডানপন্থী দলের কর্মীরা এক মসজিদের সামনে জায়নামাজ পোড়াচ্ছে।http://twitpic.com/502wu4

বুলগেরিয়ায় অভিবাসীদের অধিকার (সার্পোটিং ইমিগ্রেশন রাইটস ইন বুলগেরিয়া) নামক ফেসবুক গ্রুপে আসা কিছু প্রতিক্রিয়া:

দাফার শাবানঃ

দুঃখজনক ভাবে সে [সিদোরভ] ক্রমেই আরো বিপজ্জনক কর্ম পদ্ধতি গ্রহণ করছে এবং সে এই পরিস্থিতিতে ক্রমে সে কেবল ভান করা এক ব্যক্তি থেকে অভিনেতায় পরিণত হচ্ছে, যখন রাজনৈতিক মঞ্চ এক ধর্মীয় অসহিষ্ণুতার স্থানে পরিণত হয়েছে।

ত্রাইয়ানা কালাইয়েচেভাঃ

বুলগেরিয়ার মুসলিমদের রক্ষায় আমরা এক অনুষ্ঠানের আয়োজন করেছি! আজ বা কাল হোক, এই ধরনের উন্মত্ততার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে!

ভিদা দেলচেভাঃ

এটা একটা লজ্জা! এটা কল্পনা করা কঠিন এই সব অজ্ঞ গোঁড়া ব্যক্তিরা, কত দুর যেতে পারে। তারা সবচেয়ে বাজে এক কাজের মাধ্যমে পুরো জাতিকে লজ্জার মধ্যে ফেলে দিচ্ছে।

দিমিতার ভ্যাসেলিনভঃ

সিকদেরভ [সিদেরোভ এর ব্যাঙ্গাত্মক নাম] একটা অপদার্থ, এক উত্তেজনা ছড়ানো ব্যক্তি, যে জনতার মনোযোগকে ঘুরিয়ে দেবার জন্য তার সমর্থন এবং ক্ষমতার অপব্যবহার করছে।

আকায়ারা মানজোকঃ

গুরুত্বের সাথে বলতে চাই, এই মানুষটা কি ভাবছে, আসলে সে কাদের প্রতিনিধিত্ব করছে? অবশ্যই সে কেবল তার সমর্থকদের প্রতিনিধিত্ব করছে না, যারা সংখ্যায় ক্রমশ কমে আসছে।

Exit mobile version