সিরিয়া: পাউরুটি আর প্রচারণা

এই পোস্টটি সিরিয়ার বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ
যখন ক্রমাগত চলতে থাকা সিরিয়ার বিক্ষোভ তার তৃতীয় সপ্তাহে পা দিয়েছে, তখন আসাদ সরকার বিক্ষোভকে প্রশমিত করার লক্ষ্য বিভিন্ন ছাড়ের কথা ঘোষণা করছে। আজ সরকার দেশটির নতুন এক জুয়ার আড্ডাখানা বন্ধ করে দেয় এবং বিদ্যালয়গুলোতে নেকাব (মুসলিম মেয়েদের মাথায় কাপড় দেওয়া) পড়া নিষিদ্ধ করে যে আদেশ দেওয়া হয়েছিল তা পাল্টে ফেলা হয়েছে, এ সব করা হয়েছে রক্ষণশীল মুসলমানদের জনপ্রিয়তা লাভের জন্য।

একই সময় সরকার প্রচারণার মাধ্যমে ক্ষমতা দৃঢ় করার চেষ্টা করছে, যার কয়েকটি আবার একেবারে ভিন্ন বাস্তবতা থেকে চালানো হচ্ছে। আজ বিকেলে সিএনএন-এর সাংবাদিক হালা গোরানি টুইট করেছে সিরিয়ায় বিক্রি হওয়া পাউরুটির ছবি তুলেছে, যে সব পাউরুটিতে সিরিয়ার জনগণের জন্য বিশেষ বার্তা প্রদান করা হয়েছে:

@হালাগোরানি:#দামেস্কে পাউরুটির সাথে প্রচারপত্র (লিফলেট )প্রদান করা হচ্ছে।#সিরিয়া আমাদের ধর্ম (…) আমরা সকলেই বাশার….” http://yfrog.com/gzpk8glj

আসিয়া বোউনদাউয়ির (@আসসুস) মতে এই প্রচার পত্র পাঠের মধ্যে দিয়ে যথারীতি বের হয়ে আসে ” জাতি এখন পরিবর্তন চায়”। এদিকে মাইসা আকবিক লিখেছে যে, এমনকি “মিশর এমন প্রচারণার সৃষ্টি করতে পারেনি”।

@সাপিয়েন্সপ্রোড বিষয়টিকে খানিকটা হালকা দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে গ্রহণ করেছে:

@সাপিয়েন্সপ্রোড:#সিরিয়ায় ফুটবল লীগ বাতিল করা হয়েছে এবং পাউরুটির মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। তাদেরকে পাউরুটি দাও, পাউরুটি নিয়ে কোন খেলা নয়।…এদিকে অনেক লোককে গ্রেফতার করা হয়েছে…#বাশার

এই পোস্টটি সিরিয়ার বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

Exit mobile version