সিরিয়া: বিক্ষোভকারীরা শাসকদের প্রতীক ধ্বংস করছে

এই পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১ সম্বন্ধে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

সিরিয়ায়, রাষ্ট্রপতি বাশার আল আসাদ এবং তার পিতা প্রাক্তন রাষ্ট্রপতি হাফেজ আল- আসাদের মুখ নিয়মিতভাবে বিলবোর্ড, ভবন সমূহ, এবং তাদের সব ধরনের মূর্তি সব জায়গায় দেখা যায়। এই দেশে আসা বিদেশী ভ্রমণকারী নাগরিকরা প্রায়শই এ ধরনের ছবির ছড়াছড়ি দেখে বিস্মিত হয়, অন্যদিকে সিরিয়ার নাগরিকরা প্রতিদিনের জীবনে এসব দেখ অভ্যস্ত। গতকাল, বেশ কিছু ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বিক্ষোভকারীরা তাদের শাসকের প্রতীক সমূহ; আসাদ পরিবারের পোস্টার এবং মূর্তি, ধ্বংস করে ফেলছে।

বাশার আল আসাদের ছবি, ২০০৯ সালে টারটোস ভ্রমণের সময় এটি আমি তুলেছিলাম। এটি ভবিষ্যৎ-এ, রাষ্ট্রপতির শাসন বিষয় সংস্কার সংক্রান্ত গণভোট যে সব বছরে হবে, তার সময়সূচি প্রদর্শন করছে।

এই ভিডিওটি ৪২মাহের নামক ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া। এটি এসেছে দারা’আ নামক এলাকা থেকে, যা প্রদর্শন করছে বিক্ষোভকারীরা হাফেজ আল-আসাদের মূর্তি ধ্বংস করছে:

এই ভিডিও, যেটিও দারা’আ থেকে আসা এবং ৪২মাহের-এর কাছ থেকে পাওয়া, সেটি দেখাচ্ছে, একজন ব্যক্তি একা বর্তমান রাষ্ট্রপতি বাশার-আল আসাদ এর বিশাল পোস্টার ছিড়ে ফেলছে। সে সময় উপস্থিত দর্শকরা তাকে উৎসাহ প্রদান করছে:

এখন দারা’আ থেকে বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়েছে। হোমস নামক এলাকায় বিক্ষোভকারীরা প্রাক্তন রাষ্ট্রপতি হাফেজ আল-আসাদের একটি পোস্টার ছিড়ে ফেলে (ভিডিওটি দিহকআফসিরিয়ার সৌজন্যে পাওয়া):

এবং আরিহা নামক স্থানে, যা দেশটির মাঝামাঝি এলাকার কাছে অবস্থিত, সেখানে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছে “বাসার আল-আসাদ নিপাত যাক” (ভিডিওটি সেইলর৯৯৯৯৯৯৯৯০ কাছ থেকে পাওয়া):

http://www.youtube.com/watch?v=hiUOuLcpw4A&feature=player_embedded#at=61

এই পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১ সম্বন্ধে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

Exit mobile version