কাজাখস্তান: ওএসসিই শীর্ষ বৈঠকের গুঞ্জন

Logo for OSCE Kazakhstan 2010২০০০ এর দশকের মাঝামাঝি থেকে কাজাখস্তান চেষ্টা চালাচ্ছিল ইউরোপের সহোযোগিতা আর নিরাপত্তা সংস্থার (ওএসসিই) এর সভাপতিত্ব করার, যা এই মহাদেশের গণতন্ত্রের পক্ষে সব থেকে বড় আন্তর্জাতিক সংস্থা। এই চেষ্টা কিছু সদস্য রাষ্ট্র সমালোচনা করেছিল কাজাখস্তানের খারাপ মানবাধিকারের রেকর্ডের কারনে। পরিশেষে সভাপতিত্ব দেয়া হয় বেশ কিছু কারনে যার মধ্যে ছিল ভূরাজনৈতিক দরকষাকষি, আগের সোভিয়েট রাষ্ট্রের কাছ থেকে চাপ, আর পশ্চিমের জ্বালানী আর নিরাপত্তার বিষয়কে চিন্তায় নেয়া।

কাজাখ কর্তৃপক্ষ এই সভাপতিত্বকে মূলত সম্মানজনক একটা হাতিয়ার হিসাবে দেখছেন আন্তর্জাতিক অঙ্গনে তার ভাবমূর্তি বাড়ানোর জন্য। আর ওএসসিই তে অংশগ্রহণ কারী রাষ্ট্রের শীর্ষ বৈঠক কাজাখস্তানের সভাপতিত্বে চালনা করা আস্তানাতে রাষ্ট্রের নতুন রাজধানীর গর্বের একটা বিষয়। পরিশেষে ডিসেম্বরে এটা অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন দারুন চমকপ্রদ ছিল:

“আস্তানার বাসিন্দাদের পরামর্শ দেয়া হয় শীর্ষ বৈঠকের সময়ে অসুস্থ না হওয়ার জন্যে। ওএসসিই শীর্ষ বৈঠকের অংশগ্রহণকারীদের সেবার জন্য হাসপাতাল খালি করা হবে, বেশীরভাগ শহরের বাসিন্দারা বিশ্বাস করতে পারছেন না যে অসুস্থ হওয়ার সময়সীমা দেয়া হচ্ছে,” ঝুলদেয়াজ জানিয়েছেন

শীর্ষবৈঠক স্থলের কাছে আর বড় রাস্তার পাশে বাস করা আস্তানাবাসীদেরকে তাদের বারান্দায় ধূমপান থেকেও বিরত রাখা হয়- এই নিষেধাজ্ঞার ফলে বিশাল ব্যাঙ্গাত্মক প্রচারণা করা হয়েছে ‘পুরুষ হন, ধূমপান করুন’ শিরোনামে।

স্লাভাসে শীর্ষ বৈঠকটিকে ঘটনাস্থল থেকে পর্যালোচনা করছিলেন:

শীর্ষ বৈঠক অবশ্যই কাজাখ সরকারের চাহিদা পূরণ করবে, পুরো অনুষ্ঠানের কেন্দ্রে বিভিন্ন ছবি তোলার অনুষ্ঠানসহ।

তিনি পরে কাজাখ স্টেট সচিবের উদ্বোধনী বক্তৃতার উপরে মন্তব্য করেন, যিনি তার আলোচনা শুরু করেন চলতি কাজাখ প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচনের ১৯ তম বার্ষিকীতে সম্ভাষণ জানিয়ে। “আমার কাছে মনে হয়েছে এমন দেশের নেতাদের সমাবেশে এমন মন্তব্য করা- যাদের গণতান্ত্রিক হওয়ার কথা- বেশ মূলধারার,” তিনি বলেছেন

অন্যদের মধ্যে স্লাভাসে ছিলেন যিনি কাজাখ মিডিয়াতে শীর্ষ বৈঠকে নিয়ে বাড়াবাড়ি দেখানোর সমালোচনা করেছেন। সব সংবাদ ভরা ছিল শীর্ষ বৈঠকের খবরে। অনুষ্ঠানের প্রথম দিনে, সকল রাষ্ট্র নিয়ন্ত্রিত আর ব্যক্তিগত টিভি চ্যানেল অনেক ঘন্টার সরাসরি সম্প্রচার করেন শীর্ষ বৈঠকের অনুষ্ঠানের। মেগাখিুইমিয়াক প্রতিক্রিয়া জানিয়েছেন:

“আমি দেখছি আর বুঝতে পারছি না যে কেন মিডিয়া কিছু বানোয়াট বাস্তবতা আলোচনা করছেন, এখন দেশ একেবারে অন্য দিকে যাচ্ছে? আমি মনে করি ১৯১৫ সারে রাশিয়াতে একই রকম ছিল”।

“বর্তমান কাভারেজ দেখে বিচার করলে, ওএসসিই শীর্ষ বৈঠক স্থানীয় প্রচার আর ছাপা সংবাদে থাকবে অন্তত আরো অর্ধ বছর,” আলরামিন যোগ করেছেন। কাজাখস্তানের প্রেসিডেন্ট নাজারবায়েভ এরই মধ্যে ঘোষণা করেছেন যে এই শীর্ষ বৈঠক ‘কাজাখস্তানিদের জন্য একটা বিজয়’।

স্লাভাসের পরিসমাপ্তি এইরুপ:

এই শীর্ষ বৈঠক অবশ্যই ইতিহাসে যাবে, কিন্তু কেবলমাত্র ওএসসিইর ৩৫ বছরের মধ্যে সব থেকে অকার্যকর হিসাবে। আস্তানা ঘোষণা অন্যান্য যে কোন বাৎসরিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে নেয়া ঘোষণা থেকে কোন দিক থেকেই আলাদা না।

Exit mobile version