পোল্যান্ডের রাষ্ট্রপতি কাজিন্সকি রাশিয়াতে বিমান দূর্ঘটনায় নিহত- প্রাথমিক প্রতিক্রিয়া

আজ সকালে পশ্চিম রাশিয়াতে এক প্লেন দূর্ঘটনায় পোল্যান্ডের প্রেসিডেন্ট লেচ কাজিন্সকি, তার স্ত্রী, আর কয়েক ডজন পোলিশ উর্ধ্বতন নেতা ও কর্মকর্তা নিহত হয়েছেন। এই সংবাদটি বিভিন্ন আন্তর্জাতিক প্রচার মাধ্যমের পাশাপাশি দ্রুত সমগ্র ব্লগ জগতে ছড়িয়ে পড়ছে। রাষ্ট্রপতি কাজিন্সকি ১৯৪০ কাতিন জঙ্গল হত্যাযজ্ঞের বার্ষিকীতে যোগদানের জন্য কাতিনে (রাশিয়ার স্মলেন্সকি জেলার একটি গ্রাম) যাচ্ছিলেন।

টুইটার এবং এর পোলিশ সেবা ব্লিপ.পিএল এ এই দুর্ঘটনার প্রাথমিক প্রতিক্রিয়া জানা যাচ্ছে। মানুষ আঘাতে বিহ্বল।

এওয়া_বি পোস্ট করেছেন:

আমি বিশ্বাস করতে পারছি না…

নাইস যোগ করেছে:

এটা কোন দুঃস্বপ্ন হবে ;-(

অন্যরা যেমন নেমনিক তাদের আঘাতের কথা (ইংরেজীতে) সংবাদটি প্রচারের মাধ্যমে জানাচ্ছেন:

আমি প্রচন্ড ধাক্কা খেয়েছি- পোলিশ এয়ার ফোর্স ওয়ান স্মলেন্সকে গুঁড়ো হয়ে গেছে। কেউ বাঁচেনি।

ভাগ্লা জানাচ্ছেন:

পোল্যান্ডের অর্ধেক সরকার ওই প্লেনে ছিল।

ভাবাবেগে হুস্তকা যোগ দিয়েছেন:

“এইসব মানুষরাই তো দেশ চালাচ্ছিলেন” এখন কি অরাজকতা হবে!!; ও

পেরদো জানিয়েছেন:

সংসদের স্পিকার প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। তারা তাড়াতাড়ি নির্বাচন ঘোষণা করবেন।

পোলিশ সংবাদ সংস্থা যেমন যেমন ওনেট.পিএল বর্তমানে ট্রাফিকের চাপে ভেঙ্গে পড়ছে; মোবাইল নেটওয়ার্কও বেশী চাপের মধ্যে আছে।

ডিজেন্নিকারজ রিপোর্ট করছে:

বিশাল ট্রাফিকের কারনে সকল পোলিশ পোর্টালগুলোতে সমস্যা হচ্ছে।

মালিশা মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে সর্বশেষ জানাচ্ছেন:

#প্লাগসাম নেটওয়ার্কে বেশী লোড। অথচ মানুষকে একে অপরকে এই সংবাদ দিতে ফোন করতে হবে।

মূলধারার মিডিয়া লাগাতার সংবাদের আপডেট দিচ্ছে, তাই এগুলোর ব্যাপারে প্রতিক্রিয়াও উঠে আসছে:

কিসমিজোজে পোস্ট করছেন:

দূর্ঘটনার ছবিগুলো ভয়াবহ। ১৩২ জন নিহত।

পোলস্কাটাইমস.পিএল একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে যারা প্লেনে ছিলেন তাদের, এটা টুইটারেও জানিয়েছে

কেউ কেউ ইরেঙ্কার মতো ভাবা শুরু করেছেন:

আমি ভাবছি এটা কি আসলে আদৌ কোন দূর্ঘটনা কিনা…

ভোটার ১০১ মন্তব্য করেছেন এই ব্যাপারে যে মানুষ রাষ্ট্রপতিকে পছন্দ করতো না:

#প্রেসিডেন্টকে কেউ পছন্দ করতো না- এখন মৃতের জন্য সম্মান জানাতে হবে…প্রহসন

নাফিলিম ব্যাখ্যা করেছে:

হয়ত আমি তাকে পছন্দ করতাম না, কিন্তু এইভাবে দেশের প্রধানের পরিবর্তন আমি চাইনি।

মানুষ একত্র হয়ে তাদের শোক জানাচ্ছেন, যেমন ডমিনিকপ্যানিক রিপোর্ট করছে:

ওয়ারশতে প্রেসিডেন্ট প্যালেসের সামনে রাজধানীর মানুষ একত্র হচ্ছেন। তারা ফুল আনছেন।

টুইটার ব্যবহারকারীরা #আরআইপিলেচকাজিন্সকি হ্যাশট্যাগ ব্যবহার করছেন অনলাইনে তাদের শোক জানাতে আর অন্যদেরকে আহ্বান করছেন তাদের সাথে যোগ দিতে। যেভাবে টিমজোজে করেন:

অনুগ্রহ করে #আরআইপিলেচকাজিন্সকি উল্লেখ করে খবর ছড়াতে থাকুন।

লিঙ্কার টুইট বার্তা পোলিশ সামাজিক মিডিয়া ব্যবহারকারীদের সাধারণ মনোভাব সংক্ষেপে জানাচ্ছে:

আমি কাঁদছি। যদিও আমি কখনো রাজনীতিতে খুব উৎসাহী নই কিন্তু এটা পোল্যান্ডের বিষয়। আমার দেশ। আমাদের প্রেসিডেন্ট। পোলিশ প্রেসিডেন্ট।
Exit mobile version