শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচন: শরথ ফন্সেকা গ্রেপ্তার

একটি সংবাদ সম্মেলনে জেনারেল শরথ ফনসেকা। ছবি ফ্লিকার থেকে ইন্ডি.কার সৌজন্যে। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত।

একটি সংবাদ সম্মেলনে জেনারেল শরথ ফন্সেকা। ছবি ফ্লিকার থেকে ইন্ডি.কার সৌজন্যে। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় ব্যবহৃত।

খবর আসা শুরু হয়েছে (ফেব্রুয়ারি ৯, ২০১০) যে শ্রীলন্কার বিরোধী দলীয় প্রার্থী শরথ ফন্সেকা মিলিটারি পুলিশ দ্বারা গ্রেপ্তার হয়েছেন। তিনি সম্প্রতি শেষ হওয়া ষষ্ঠ প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশার কাছে পরাজিত হয়েছিলেন। তার বিরুদ্ধে সেনা অপরাধ, সামরিক অভ্যুত্থান এর মাধ্যমে সরকারের পতন ঘটানোর চক্রান্ত, ক্ষমতায় থাকাকালীন শ্রীলঙ্কার সেনাবাহিনীতে বিভেদ সৃষ্টি করা ইত্যাদি অভিযোগ আছে।

টুইটারে এই গল্প আর বিভিন্ন মতামতে ভরপুর, যার কিছু নীচে দেয়া হল:

@লঙ্কাব্রেকিং: জেন শরত ফন্সেকা গ্রেপ্তার http://tinyurl.com/yf7tnzc #slbrk

@মায়ুরেসান: তাহলে এটা স্বীকৃত, এস এফ গ্রেপ্তার…উফ!!!!#লঙ্কা! #শ্রীলঙ্কা

@ইমাহাসেন: http://bit.ly/b380g9 শ্রীলঙ্কার বিরোধী নেতা গ্রেপ্তার- শারীরিকভাবে নির্যাতিত আর অপমানিত (@আরুশিভানান্থান এর সৌজন্যে) #এলকেএ

@এনআরনিখিল: জেন ফন্সেকা শ্রীলঙ্কায় গ্রেপ্তার! আমরা কি দক্ষিণ এশিয়াতে নতুন একটা একনায়কতন্ত্র দেখছি? #লঙ্কা! #শ্রীলঙ্কা

@আমানআশরাফ: #টপস্টোরিস শ্রীলঙ্কার নির্বাচনে পরাজিত প্রার্থী গ্রেপ্তার http://news.bbc.co.uk/2/hi/south_asia/8504882.stm #lka #politics #news #bbc

@আনুপার্ক০৭: বিরোধী নেতা শরথ ফন্সেকা গ্রেপ্তার। শ্রীলঙ্কা একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছে??

@সুহাসিনি: শ্রীলঙ্কাতে জরুরি অবস্থার মতো- রিপোর্ট জানাচ্ছে ফন্সেকা গ্রেপ্তার #এলকেএ

@বি.দত্ত: কি? ফন্সেকা?! শ্রীলঙ্কা কি এখন পাকিস্তান হয়ে যাচ্ছে? নওয়াব আর মুশারফের স্টাইল! #এলকেএ

@সারদেসাইরাজদিপ: শ্রীলঙ্কাতে জেন ফন্সেকার গ্রেপ্তার হওয়া কোন বিস্ময়ের ব্যাপার না। রাজাপাকশা নির্বাচন জিতে থাকতে পারেন কিন্তু তিনি একনায়ক।

@এলপোলগ্রীন: ফন্সেকাকে সেনা বাহিনীর প্রধান থাকা অবস্থায় কাজের জন্য গ্রেপ্তার করা হয়েছে, প্রার্থী হিসাবে না, সরকারী একজন আমাকে বলেছেন। #শ্রীলঙ্কা

@কাঞ্চনগুপ্তা: ডিফেন্স মূখপাত্র: ”ফন্সেকা সেনাবাহিনীর কব্জায় আছেন, কোর্ট মার্শালের মুখোমুখি হবেন চাকুরি কালীন সেনা অপরাধের জন্য।“

@মুথুকুমারান: ফন্সেকা গ্রেপ্তার আর ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত। ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। দেরি হবে না যখন রাজাপাকশা নিজেকে কঠিন অবস্থানে পাবেন।

@আমারগভ: অনুরোধ করা হচ্ছে ডানপন্থী টুইটার ব্যবহারকারীদের ফন্সেকার গ্রেপ্তারের ব্যাপারে তার সমস্ত ক্ষোভ ধরে রাখতে। হতে পারে যে ফন্সেকা আসলেই দোষী ছিলেন।

লঙ্কা লিবার্টারিয়ান ফন্সেকার গ্রেপ্তারে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন:

আইনের ঊর্ধে কেউ না। যদি অবসরপ্রাপ্ত জেনারেল শরথ ফন্সেকা মানুষের সাথে বিশ্বাস ভঙ্গ আর বিপদগ্রস্ত করে থাকে অফিসারসহ যারা তামিল টাইগার (এলটিটিই) সন্ত্রাসীদের পরাজিত করতে আত্মোৎসর্গ করেছেন আর অবদান রেখেছেন …যদি তিনি গণতন্ত্রকে নীচু করার পরিকল্পনা করে থাকেন… যদি তিনি বিদেশের হস্তক্ষেপ আশা করে থাকেন তাকে প্রেসিডেন্ট বানানোর জন্য নির্বাচনে পরাজিত হওয়ার পরে (রেকর্ড আছে তার হেরে যাওয়ার), তাকে তাহলে এর মূল্য দিতে হবে। আইন অনুসারে। সঠিক বিচারের পরে। এর থেকে বেশী বা কম না।

ইন্ডি সামারাজিভা ইন্ডি.কাতে এই ঘটনায় তার মতামত দিয়েছেন। তার কথা অনুসারে:

এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে আইনকে হাতিয়ার হিসাবে প্রয়োগ করা হচ্ছে। উপরের লেভেলে যোগাযোগ আছে যাদের তারা খুন করেও পার পান আর যাদের নেই তারা যে কোন কিছুতেই অভিযুক্ত হতে পারেন। জেনারেল ফন্সেকার জন্য ব্যক্তিগতভাবে এটা দু:খের দিন, কিন্তু আমাদের জন্যও এটা দু:খের দিন। ফন্সেকা কোন সাধু নন, কিন্তু এটা আইনের কোন ব্যাপারও না। এখানে কারো পেছনে লাগার জন্য আইনকে কলুষিত করা হচ্ছে। শরথ ফন্সেকার আসল অপরাধ ছিল মাহিন্দার বিরোধিতা করা। এই জন্য তিনি জেলে আছেন।

মনে হচ্ছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী পরিস্থিতি ক্রমশ: চরমের দিকে যাচ্ছে।

Exit mobile version