শ্রীলন্কা: নির্বাচনে অনিয়ম

ইন্ডি.কা ব্লগের ইন্দ্রজিৎ সামারাজিভা মন্তব্য করেছেন যে কিছুটা স্বাধীন নির্বাচন কমিশন আর পর্যাপ্ত নির্বাচন পর্যবেক্ষক থাকার কারনে শ্রীলন্কার রাষ্ট্রপতি নির্বাচনে কারচুপি করা কঠিন। তবে “ভোটকে প্রভাবিত করার মূল উপায় হচ্ছে ভীতি প্রদর্শন করা, এবং এটাই ঘটতে দেখা যাচ্ছে এখন।” জাফনায় বোমা হামলা এবং বাত্তিকালুয়ায় ভোটে অনিয়মের উপর তার রিপোর্টগুলো পড়ুন।

Exit mobile version