ওমান: সোয়াইন ফ্লু প্রতিরোধ প্রচারণার তাজা সংবাদ


ওমানি ব্লগাররা সম্প্রতি সোয়াইন ফ্লু বিস্তার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির যে উদ্যোগ নিয়েছে তা প্রচার মাধ্যমের মনোযোগ আকর্ষণ করেছে এবং এই উদ্যোগকে আরো সামনে নিয়ে যাবার জন্য টাকা সংগ্রহ করা শুরু হয়েছে। এই প্রচারণার শুরু হয়েছিল অনলাইনে নেওয়া এক উদ্যোগ থেকে এবং এরপর থেকে ব্লগাররা এই কারণে স্থানীয় এক বাজারে এসে জমা হয়। আরবের সংবাদ প্রকাশ করা টিভি চ্যানেল আল আরাবিয়া ঘটনাটি তুলে ধরে এবং পরবর্তীতে একটি নিরাপত্তা প্রদানকারী কোম্পানী এই প্রচারণার জন্য অর্থ সাহায্য করে।

গত শুক্রবারে (৯ অক্টোবর) ব্লগাররা একটি জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করবে, সেখানে তারা বাজারে আসা লোকজনকে কি ভাবে এই রোগ প্রতিরোধ করতে হবে সে সম্বন্ধে ধারণা দেবে এবং সেই সাথে তারা উপস্থিত লোকদের মাঝে মুখোশ ও জীবাণুমুক্ত করণ উপাদান বিতরণ করবে। এই অনুষ্ঠানে স্থানীয় একটি নাচের দল রাস্তায় নৃত্য প্রদর্শন করবে। তারা উন্মুক্ত পদ্ধতিতে নেচে যায় এবং এই নাচের দলটিকে পৃষ্ঠপোষকতা করবে স্থানীয় কিছু কোম্পানী ও সংবাদপত্র।

এই ফ্লু সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্লগাররা নতুন এক পোস্টার প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ীকে ওয়াকমের একটি বাঁশের বিশেষ ট্যাবলেট দেওয়া হবে (ট্যাবলেট হচ্ছে কাগজ কলম ছাড়া কম্পিউটারে ছবি আকার একটি যন্ত্র, যা দেখতে অনেকটা স্লেটের মত এবং সেখানে একটি কাঠি দিয়ে ট্যাবলেটের উপর রেখা টানলে সেটা কম্পিউটারে উঠে যায়)। এ ছাড়াও যে সমস্ত পোস্টার প্রতিযোগিতার বাছাই পর্বের জন্য মনোনীত হবে সেগুলো মাস্কাটের বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় প্রকাশিত হবে।

ওমানী ব্লগারদের এই উদ্যোগের খবর প্রকাশের লক্ষ্যে একটি নতুন বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে। ওমানী ব্লগোস্ফেয়ারে যা ঘটবে সেই সব ঘটনা ও সোয়াইন ফ্লু প্রতিরোধ প্রচারণার জন্য যে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হবে, এই ওয়েবসাইট তার তরতাজা সংবাদ জানাতে থাকবে।

Exit mobile version