গণতন্ত্র ভিডিও চ্যালেঞ্জ এর বিজয়ীরা

গণতন্ত্র কি? এই প্রশ্নের উত্তর ৯০০ জনের বেশী গণতন্ত্র ভিডিও চ্যালেঞ্জে অংশগ্রহণকারী তাদের ভিডিওর মাধ্যমে উত্তর দিতে চেয়েছে। আমেরিকার ডিপার্টমেন্ট অফ স্টেট এবং আরও অনেক সহযোগীদের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগীতা সমগ্র বিশ্বের অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত ছিল। মানুষ তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও পাঠিয়েছেন যা “গণতন্ত্র হচ্ছে…” এই বাক্যের বাকী অংশটা পূরণ করছে এনিমেটেড দৃশ্য, সরাসরি কাজের দৃশ্য বা ৩ মিনিটের বেশী দীর্ঘ প্রামান্য চিত্র দিয়ে। বাছাই এর একটা পর্যাযের পরে মোট ৮জনকে চুড়ান্ত করা হয় আর সাধারণ জনগণ বিজয়ী ৬ জনের জন্য ভোট দেন, একজন করে ভৌগলিক এক একটা অঞ্চলকে, যেমন: পশ্চিম অঞ্চল, ইউরোপ, মধ্য প্রাচ্য/উত্তর আফ্রিকা, সাব সাহারা আফ্রিকা, দক্ষিণ ও মধ্য এশিয়া, পূর্ব এশিয়া/প্যাসিফিক।

অর্থনীতিবিদ হেরনান্দো দে সোতো নীচের ভিডিওতে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন আর সবাই যারা অংশগ্রহণ করেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন:

বিজয়ীরা হলেন:

ব্রাজিল থেকে আনা ক্যারোলিনা দোস সান্তোস ইজরায়েল, চলচ্চিত্রের একজন ছাত্রী যিনি আমাদেরকে দেখিয়েছেন যে গণতন্ত্র হচ্ছে পুরোটাই ঐক্যমতের ব্যাপার, এমনকি দেহের বিভিন্ন অংশের মধ্যেও:

সংযুক্ত আরব আমিরাত থেকে, রোদিন হামিদি একজন চিত্রগ্রাহক যিনি আমাদেরকে দেখিয়েছেন গণতন্ত্র পাওয়া কি ধরনের প্রক্রিয়া হতে পারে যা অনেক অধ্যাবসায় দাবী করে, যেহেতু যাদের এটা সব থেকে বেশী প্রয়োজন এই প্রচেষ্টা তাদের দ্বারা প্রশংসিত নাও হতে পারে:

নেপাল থেকে, সেরিং চোদেন একজন ম্যাগাজিন আর রেডিও ব্যক্তিত্ব যিনি গণতন্ত্রকে দেখিয়েছেন মানুষের মধ্যে বিভিন্ন চাহিদা আর চিন্তা সম্বলিত একটি যোগাযোগের মাধ্যম হিসাবে :

পোল্যান্ড থেকে, লুকাস জোজদা, একজন ব্যাখ্যাকারী যিনি আমাদেরকে অ্যানিমেশন দিয়ে দেখিয়েছেন কিভাবে গণতন্ত্র একটির বেশী ধারণা লালন করে:

ফিলিপাইন থেকে, চলচ্চিত্র নির্মাতা মেলিসা অ্যাঞ্জেলা ভের্জোসা পেনাফিল গণতন্ত্রের আর একটা দিক আমাদেরকে দেখান কবিত্ব দিয়ে, হয়ত গণতন্ত্র শব্দ হিসাবে বেশী ব্যবহৃত হয়, আর এর মানে হারিয়ে যাচ্ছে:

আর পরিশেষে আছেন জাম্বিয়া থেকে চলচ্চিত্র নির্মাতা চান্সা তেম্বো, যিনি ব্যাখ্যা করেছেন গণতন্ত্রকে এক মিশ্রন হিসাবে যা আলাদাভাবে এর প্রতিটি উপাদানের থেকে অনেক বেশী ভালো।

আমরা সকল বিজয়ীকে শুভেচ্ছা জানাই আর তারা যখন আগামী অক্টোবরে আমোরিকাতে আসবেন তখন তাদের সম্পর্কে আরও জানার আশা করি।

Exit mobile version