মায়ানমার: অং সান সু চীর জন্য ৬৪ শব্দ

thumb1
আপনি কি মায়ানমারের বিরোধী নেত্রী এবং বিশ্বজুড়ে গণতন্ত্রের প্রতীক অং সান সু চীর প্রতি সমর্থন প্রকাশ করতে চান? গত সপ্তাহে এক নতুন ওয়েব সাইট চালু করা হয়েছে যেখানে সারা বিশ্বের যে কেউ সুচীর প্রতি একাত্বতা ঘোষণা করে ৬৪ শব্দের একটা বাণী লিখে রেখে যেতে পারবে। এই ওয়েবসাইটের নাম 64forSuu.org বা ৬৪ফরসু.ওআরজি। এই ওয়েবসাইটের নামকরন করা হয়েছে সুচীর ৬৪ তম জন্মদিন উপলক্ষ্যে, যা ছিল জুনের ১৯ তারিখ।

অং সান সু চীর সমর্থকরা এই ওয়েব সাইটে ভিডিও রেখে যেতে এবং দেখতে পারবে, তারা টেক্সট মেসেজ বা লিখিত বার্তা, টুইটার ও ছবি হিসেবে বার্তা বা পিকচার মেসেজ রেখে যেতে পারবে। উদাহরন হিসেবে সমর্থনের জন্য ৬৪ শব্দের এক নমুনা বার্তা।

“উনিশ বছর আগে বার্মার জনগণ অং সান সু চীকে তাদের পরবর্তী নেতা হিসেবে বেছে নিয়েছিল। এরপর ১৯ বছরের বেশীর ভাগ সময় তাকে গৃহবন্দী হিসেবে কাটাতে হয়। বার্মার সামরিক জান্তা তাকে গ্রেফতার করে। জান্তাই দেশটিকে চালায়। সুচী আবার নিরব হয়ে যাক তার জন্য আমরা বসে থাকতে পারি না। এখন আর্ন্তজাতিক সম্প্রদায়ের সময় এসেছে এক কন্ঠে আওয়াজ তোলার: অং সান সু চীকে মুক্ত কর।

এই বিবৃতিতে অনেক ব্যাক্তি ও বিখ্যাত নাম সই করেছে। এদের মধ্যে রয়েছে জর্জ ক্লুনি, আমেরিকার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মেডলিন অলব্রাইট, ড্রু ব্যারিমোর, ডেভিড বেকহাম, বোনো, ম্যাথিউ ব্রডরিক, সান্ড্রা বুলক, জন কুসাক, ম্যাট ডেমন, রবার্ট ডি নিরো, ভ্যাকলাভ হ্যাভেল, হেলেন হান্ট, এ্যাঞ্জেলিকা হিউস্টন, স্কারলেট জোহানসন, নিকোল কিডম্যান, এ্যাস্টন কুচার, ম্যাডোনা, সারাহ জেসিকা পার্কার, ব্রাড পিট, জুলিয়া রবার্টস, মেগ রায়ান, স্টিভেন স্পীলবার্গ, মেরিল স্ট্রীপ, আর্চ বিশপ ডেসমন্ড টুটু, নাওমি ওয়াটস।

এই প্রচারণার অংশীদার টুইটার:

এটাই প্রথম রাজনৈতিক প্রচারণা যাতে ওযেবসাইটের সাথে টুইটার ব্যবহার করা হচ্ছে। এর উদ্দেশ্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সেলিব্রেটি বা তারকাদের কাছে পৌঁছানো ও প্রভাব তৈরী করা। পুনারায় টুইট-এর মাধ্যমে উত্তর পাঠানো যায় এবং এই প্রচারনার বার্তা টুইটারের মাধ্যমেই কেবল মাত্র পাঁচদিনে পাঁচ মিলিয়ন লোকের কাছে পৌঁছেছে ।

অং সান সুচীর জন্য যারা টুইটার করেছে তাদের মধ্যে একজন ইয়োকো উনো। ওয়েবসাইট বেশ সাফল্যের সাথেই প্রকাশিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অং সান সুচীর সমর্থনে তাদের বিবৃতি পাঠিয়েছেন।

বৃটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন অং সান সু চীকে সমর্থন করেছেন। ইউটিউবে তার মেসেজ বা বার্তাটি দেখুন।

ব্রাউন এই বিষয়ের সমর্থনে ৬৪ শব্দ উচ্চারণ করেছেন:

যারা উচ্চকন্ঠে আপনার মুক্তি কামনা করছে আমি আমার কণ্ঠ তাদের সাথে মিলয়েছি। অনেক লম্বা সময় ধরে বিশ্ব সহ্য করার মতো ন্যায় বিচার করতে ব্যার্থ হয়েছে। আপনার মুক্তির জন্য যে আওয়াজ উঠেছে তা ইউরোপ, এশিয়া, এবং সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা আমাদের যা আছে তাই দিয়ে চেষ্টা করবো যাতে এই বছরের জন্মদিনই হবে বন্দীশালায় কাটানো আপনার শেষ জন্মদিন।

দক্ষিণপুর্ব এশিয়ার অনেকে অং সান সু চীর প্রতি সমর্থন প্রকাশ করেছে। ফিলিপাইনের এরিক জোয়াও তেমন একজন:

বিশ্বের স্বাধীনতাকামী মানুষের আমাদের সমর্থন করুক এবং মায়নামারের স্বাধীনতার জন্য আপনার এই মহান আত্মত্যাগ সফল হোক। এই বছর হোক দু:শাসন এবং নিপীড়নের শেষ বছর। শয়তান কখনই আলোয় সমৃদ্ধ হবে না এবং বিশ্ব অবশ্য সত্যর উপর আলো ধরবে ও আপনার লড়াইয়ে সত্য থাকুক। এই কাজটি করতে গিয়ে দেরী করা উচিত নয়। সবকিছু দ্রুত হওয়া উচিত।

মালয়েশিয়া থেকে মনিকা নেফ এই বার্তাটি পাঠিয়েছে:

প্রিয় অং সান সু চীর শুভ জন্মদিন, আপনি যা করছেন তা আপনাকে বার্মার জনগণের চোখে বীর বানিয়ে দিয়েছে, তাদের মতো যারা তাদের জীবন তাদের জনগণের জন্য উৎসর্গ করে, যেমন নেলসন ম্যান্ডেলা এবং গান্ধী। আপনার মতো মানুষ খুব অল্পই পাওয়া যায়, আমরা যা করতে পারি তা হলো আপনার প্রতি আমাদের সমর্থন এভাবে দিয়ে যাওয়া। সু চী আমরা আপনাকে ভালোবাসি, একদিন বার্মা স্বাধীন হবে এবং তা হবে আপনার আত্মত্যাগের বিনিময়ে।

থাইল্যান্ড থেকে এক সমর্থক পিকচার মেসেজ (ছবির বার্তা) পাঠিয়েছে


কম্বোডিয়া থেকে মার্গারেট পসনেট এই বার্তা ওয়েবসাইটের জন্য পাঠিয়েছে।

আমি আপনার ধৈর্য্য এবং জ্ঞানের কাছে ঋণী। আমি প্রার্থনা করি সবসময় যেন আপনার এই শক্তি থাকে। বার্মা ও আমাদের কাছে জন্য আপনি ন্যায়বিচারের প্রতীক হয়ে থাকেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।

সু চীর জন্য ৬৪শব্দ ফেসবুকেও রয়েছে। আপনি কি অং সান সু চীর জন্য ৬৪টি শব্দ লিখে তাকে সমর্থন করার জন্য তৈরী?

পূর্ব এশিয়া বিষয়ে সাম্প্রতিক গল্পগুলো

বিশ্বব্যাপী জনপ্রিয় গল্পগুলো

Exit mobile version