মিশরের প্রথম স্বাধীন ইউনিয়ন গঠিত হয়েছে

মিশরীয় কর্মী আর ব্লগার হোসসাম এল হামালাউয়ি, ব্লগ করেছেন এক দিন আয়কর সংগ্রাহকদের সাথে কাটানোর পরে তাদের সাফল্যের প্রাথমিক অনুভুতি সম্পর্কে। এরা নাসর শহরে এসেছিলেন শ্রম মন্ত্রানয়ের সাথে তদবির করার জন্য যাতে তাদের স্বাধীন ইউনিয়নের স্বীকৃতি দেয়া হয়। তিনি তার পরের বিক্ষোভের যেসব ছবি তুলেছিলেন তা আপলোড করেছেন, আর ডেইলি নিউজ ইজিপ্টের একটি আর্টিকেলে প্রকাশিত সারা কারের রিপোর্টের উদ্ধৃতি দিয়েছেন। ১৯৫৭ সালের পরে এই প্রথম ভূমি আয়কর সংগ্রাহকেরা তাদের প্রথম স্বাধীন ট্রেড ইউনিয়ন গঠন করেছেন।


আয়কর সংগ্রাহকেরা তাদের ইউনিয়ন গঠন উদযাপন করছেন। ছবি হোসসাম এল হামনাউই এর সৌজন্যে।

পরে, এল হামালাউই যোগ করেছেন যে এই ইউনিয়ন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে- স্থানীয় স্বীকৃতির সাথে- যখন পাবলিক সার্ভিস ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক প্রতিনিধিরা মিশরের রিয়েল এস্টেট ট্যাক্স আথরিটি ইউনিয়নের সদস্যপদ গ্রহন করেছেন।

Exit mobile version