ক্যাম্বোডিয়া: খেমার রুজ নেতার বিচার শুরু হয়েছে

ক্যাম্বোডিয়ায় গণতান্ত্রিক কাম্পুচিয়ার সময়কার অপরাধ ও গণহত্যার বিচারের লক্ষ্যে গঠিত দ্যা এক্স্ট্রা অর্ডিনারী চেম্বার্স ইন দ্যা কোর্ট অফ ক্যাম্বোডিয়া – ইসিসিসি (কোর্টের বিশেষ চেম্বার) মার্চের ৩০ তারিখে বিচার শুরু করেছে কেইং গুয়েক ইভ এর, যিনি ডাচ নামে পরিচিত। খেমার রুজ স্বৈরাচারী সরকারের সময় নম পেনের কুখ্যাত টুল স্লেঙ কারাগারের প্রধান ছিলেন যেখানে হাজারো বন্দী মারা যায়।

এই বিচারের ওয়েব সম্প্রচার পাওয়া যাচ্ছে ক্যাম্বোডিয়া ট্রিবিউন মনিটরে যার প্রথম অংশ নিন্মে পাওয়া যাবে:

পাইনঅ্যাপেল প্রশ্ন করেছে কিভাবে ডাচের ব্যবস্থাপনায় থাকা টুল স্লেঙ কারাগার বা এস-২১ এই বিচারের কার্যে উপস্থাপিত হচ্ছে:

এস-২১ কে কি সেভাবেই মূল্যায়ন করা হচ্ছে যেমন এটি খেমার রুজ সরকারের কর্মকান্ডের কেন্দ্রে ছিল না কি শুধুই একটি পর্যটন কেন্দ্র হিসেবে? আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে ১৯৭৫-৭৯ সময়কালকে গুরুত্ব দিয়ে একটি ব্যয়বহুল প্রক্রিয়া শুরু হয়েছে। অথচ ১৯৭০-১৯৭৯ বা ১৯৭৩-১৯৯৩ সময়কালের কেন নয়। আমার মতে তারিখগুলো যদি বদলানো হয় তাহলে অতীতের বিশ্লেষণ খুবই জটিল হয়ে পরবে।

ওইদিকে কেআই মিডিয়া নম পেন পোস্টের একটি আর্টিকেল তুলে ধরেছে যেখানে বলা হয়েছে যে ডাচ শীঘ্রি স্বীকারক্তি দেবে আদালতে।

ডিটেইলস আর স্কেচী ব্লগ এই বিচার সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকার খবর জড়ো করেছে।

পাবলিক সেসনের জন্যে ইসিসিসির আমন্ত্রণ রয়েছে এখানে। ডাচ এর ট্রায়াল ৩১ মার্চেও চলছে।

Exit mobile version