হাইতি, জামাইকা: হারিকেনের সর্বশেষ পরিস্থিতি

হারিকেন গুস্তাভের কবলে পরা ক্যারিবিয়ান অঞ্চলে উদ্ধার, ত্রাণ ও পুনঃনির্মাণ কাজ শুরু হবার পরে আরও নতুন ঝড় আশার আশন্কা দেখা দিয়েছে।

জামাইকার ইয়ার্ডফ্লেক্স.কম রিপোর্ট করছেন যে গুস্তাভ হোপ নদীর উপর ব্রিজটিকে ভেঙ্গে দু ভাগ করে দিয়েছে এবং তিনি উদ্ধারকার্য নিয়ে আলাদা একটি পোস্ট দিয়েছেন।

হাইতি অবশ্য আগের ধাক্কা এখনো সামলাতে পারেনি। হাইতি রিবর্ন জানাচ্ছে যে গুস্তাভ এবং হান্নার কবলে পরে এই দ্বীপ তছনছ হয়ে গিয়েছে।

হারিকেন গুস্তাভ গত ২৬শে আগস্ট হাইতির দক্ষিণের দ্বীপ জ্যাকমেলে আছড়ে পরে। দেশটির ধ্স নামা পাহাড় অঞ্চলে কয়েক ঘন্টার মধ্যে প্রায় ১২ ইঞ্চির মত বৃষ্টি হয়েছে। প্রায় ৭৫জন হাইতিবাসী প্রাণ হারিয়েছেন এবং কিছু সময় পরে হঠাৎ বন্যা ও ভূমিধসে আরও ৮০০০ লোক তাদের বাড়ীঘর ও আশ্রয়স্থল হারিয়েছে। সবচেয়ে দু:খের ব্যাপার হচ্ছে যে হাইতি একই মাসের ২৩ তারিখের হারিকেন ফে'র ছোবল খাওয়ার পর (যেটাতে ২৩জন মারা গিয়েছিল) ফের উঠে দাড়ানোর চেষ্টা করছিল।

আজ হারিকেন হান্না উত্তর উপকুলের পাশ দিয়ে চলে গেছে তবে তা এই অঞ্চলে ব্যাপক বৃষ্টি এনে দিয়েছে। গোনাইভ অঞ্চলটি আবার ক্ষতিগ্রস্ত হয়েছে যা ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে হানা দেয়া জীন নামক ঝড়টির ধ্বংসযজ্ঞের শিকার ছিল এবং ৩০০০ জন মারা গিয়েছিল তখন। এখন বোঝা যাচ্ছে যে অধিক বৃষ্টিপাতের ফলে এই অঞ্চলে আবার ব্যাপক বন্যা হবে।

পুজে এস্পোয়া ভেবেছেন ছবি কথার চেয়ে ভালভাবে পরিস্থিতি অপরকে বোঝাবে। কিন্তু থিও কয়েকটি কথার মাধ্যমে পরিস্থিতির আরও ভাল বর্ণনা দিয়েছেন:

স্কুলগুলো বাস্তুহারা লোকদের দ্বারা পূর্ণ। শহরে লেস কেইস অঞ্চল পানিতে ভাসছে, এখন পর্যন্ত তিনজন স্থানীয় পানিতে ডুবে মারা গেছে। এটি খুবই দু:খের, কিন্তু যা শুনছি, গোনাইভ অঞ্চলে পরিস্থিতি আরও খারাপ। ওখানে হারিকেন জীন তিনবছর আগে তার ধ্বংসজজ্ঞ চালিয়েছিল। তাদের জণ্যে প্রার্থনা করুন।
Exit mobile version