শ্রীলন্কা: জাতিগত বিবাদ সমাধানের উপায়

গ্রাউন্ডভিউজ ব্লগে দ্য টাইটুলার রিপাবলিক  লিখছে শ্রীলন্কায় বিদ্যমান জাতিগত বিবাদ সম্পর্কে: “এই বিবাদের মূলে রয়েছে যে এক জাতি মনে করে অন্য জাতি বেশ সুযোগ সুবিধা পাচ্ছে, সবার একটি সাধারণ ধারণা রয়েছে যে দেশে জাতিগত বৈষম্য বিদ্যমান…এবং এই জাতিগত দাঙ্গাগুলো রোধ করতে এই বিষয়ে নজর দেয়া দরকার…সব জাতিকেই সমান দৃষ্টিতে দেখতে হবে।

Exit mobile version