আমেরিকা: ভোট বিহীন কন্ঠ

এমন খুব কম বিষয় আছে যা পৃথিবী ব্যাপি ব্লগারদের কল্পনাকে একসাথে প্রভাবিত করতে পারে- আর আমেরিকার পররাষ্ট্রনীতি তার মধ্যে একটি। আজকে গ্লোবাল ভয়েসেস রয়টার্সের সাথে যৌথভাবে একটি নতুন ওয়েবসাইট চালু করছে যা পৃথিবীব্যাপি আমেরিকার ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনাগুলোর দিকে একটি জানালা উন্মোচিত করবে।

এটাকে বলা হচ্ছে ভয়েসেস উইদাউট ভোটস – ভোট বিহীন কন্ঠ।

গ্লোবাল ভয়েসেস মানুষকে উদ্বুদ্ধ করে তাদের ভৌগলিক সীমান্তের বাইরের লোকের কথা শুনতে। আমরা মধ্যপ্রাচ্য, এশিয়া, দক্ষিন আমেরিকা আর পূর্ব ইউরোপের ব্লগ থেকে উভয় দিকে অনুবাদ করি এই আশায় যে মানুষ পরস্পরের কথা বুঝতে আর চিন্তা করতে শিখবে।

আমরা আন্তর্জাতিক মিডিয়াকেও উৎসাহিত করি সারা বিশ্বের সাধারণ নাগরিকদের ব্যাপারে লিখতে আর জানাতে। আশা করা যায় যে আমেরিকার রাজনীতি বিশ্ব ব্লগের দৃষ্টিকোণ থেকে দেখা ও জানা চিন্তা উদ্রেককারী একটি পদক্ষেপ হবে। আমাদের কাছে এ সংক্রান্ত আপনার ও অন্যান্য ব্লগ যার লিঙ্ক আপনি দিতে চান তা পাঠান।

আমাদের মধ্য প্রাচ্য আর উত্তর আমেরিকার সম্পাদক আমিরা আল হুসাইনি এই ওয়েবসাইট সম্পাদনা করবেন গ্লোবাল ভয়েসের অন্যান্য সম্পাদক আর স্বেচ্ছাসেবীদের সাহায্যে। আশা করব নিয়মিত ভয়েসেস উইদাউট ভোট পড়বেন যতক্ষণ না আমেরিকা শেষ পর্যন্ত নির্বাচনে যায় আর নভেম্বর ২০০৮ এ প্রেসিডেন্ট নির্বাচিত করে।

ওদিকে পৃথিবী কথা বলেই যাচ্ছে! আপনি কি শুনছেন?

Exit mobile version