রাশিয়াঃ ভাসিলি আলেক্সানিয়ান

গত জানুয়ারি ৩০ তারিখে জেলে থাকা ইউকোস এর সাবেক প্রধান মিখাইল খদরকভস্কির উকিল রবার্ট আমস্টার্ডাম তার ব্লগে জানিয়েছেন যে তার মক্কেল অনশনে আছেন। জেলে থাকা আর একজন ইউকোস কর্মী ভাসিলি আলেক্সানিয়ান প্রতি ব্যবহারের প্রতিবাদ হিসেবে তার এই অনশন। ভাসিলি এইডস আর লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত কিন্তু তাকে জীবন রক্ষা কারী চিকিৎসা দেয়া হচ্ছে না।

ফেব্রুয়ারি ২ তারিখে আমস্টার্ডাম ব্লগে লিখেছেন কেন বেশীর ভাগ আন্তর্জাতিক এন জি ও আর মানবাধিকার সংস্থা ভাসিলি আলেক্সানিয়ানের মৃত্যু প্রক্রিয়ার ব্যাপারে নীরব আছেন:

কেন কেউ ক্রেমলিনের অবিচারের শিকার এই ভাগ্যহীন শিকারের পক্ষে কিছু বলছেন না? এই প্রশ্ন সাম্প্রতিক মেইল আর মন্তব্যে আমাকে করা হয়। আমার অবশ্য এ ব্যাপারে নিজস্ব মত আছে যা আমি নীচে বলছি, কিন্তু আমি অবশ্যই তাদের রাগ আর অবিশ্বাস ভাগ করে নিচ্ছি।

বাস্তবতা বিবেচনা করেন: কোন অভিযোগ ছাড়া বিচার পূর্ববর্তী অবস্থায় দুই বছর ধরে তাকে আটকিয়ে রাখা হয়েছে, জরুরী চিকিৎসা দেয়া হয় নি তার অসুখের জন্য ( যা প্রতিপক্ষের আইনজীবি বেআইনী ভাবে মিডিয়াকে জানিয়ে দিয়েছিল এইচআইভি হিসেবে), আর তাকে চিকিৎসা তক্ষুনি দেয়া হয়েছে যখন সে মিখাইল খদরকভস্কি আর অন্যান্য ইউকুস বন্দীদের নামে মিথ্যা সাক্ষ্য দিত। এটি বলাই বাহুল্য যে রাশিয়ান ফেডারেশান ইউরোপিয়ান মানবাধিকার আদালতের তিনটি পৃথক আদেশ তাকে চিকিৎসা দেয়ার ব্যাপারে অবজ্ঞা করেছে।

লোকটি মৃত্যুর মুখোমুখি কিন্তু জানুয়ারি ১৮ তারিখে স্বল্প প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটা নোট ছাড়া উত্তর আমেরিকা আর ইউরোপে এটা নিয়ে কেউ কিছু প্রায় বলেই নি।

রাশিয়ান ব্লগোস্ফিয়ারে লাইভজার্নাল ব্যবহারকারী রিকুশা একটি আন্দোলন শুরু করেছেন যেখানে সরকারি আর আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের নাম আছে যারা আলেক্সানিয়ানের হত্যা প্রচেষ্টার ব্যাপারে কোন না কোনভাবে যুক্ত বলে বিশ্বাস করা হয়। এই ব্লগার লিখেছেন (রুশ ভাষায়):

একদিন এই লিস্ট অবশ্যই কাজের বলে প্রমাণিত হবে।

ফেব্রুয়ারি ১ এ নোভোপুশকিন্সকি স্কোয়ারে দুই শ'র মত লোক জড়ো হয়েছিল আলেক্সানিয়ানের সমর্থনে।

রেলি থেকে এলজে ব্যবহারকারী এনএল আটটি ছবি আর এই সংক্ষিপ্ত রিপোর্ট পাঠিয়েছেন (রুশ ভাষায়):

ইউনাইটেড সিভিল ফ্রন্ট, তরুন সংগঠন ওবোরোনা, জাতীয় বলশেভিক দল, আর চেচেন যুদ্ধ থামাও নামে যুদ্ধ বিরোধী দল তাদের পতাকা উঠিয়েছিল যা ভিড়ের ওপরে উড়ছিল। স্লোগান অনেক রকম ছিল যেমন, “রাজনৈতিক বন্দীদের মুক্তি দাও!” আর “এফ এস বি রাশিয়ার কলঙ্ক!” “ মেয়র ইইয়ুরি লুজকোভ ছাড়া মস্কো!” আর “ আমরা তোমাদের শেখাবো কি করে সংবিধানকে ভালবাসতে হয়!”

দেড় ঘন্টা ধরে রেলির পর ভিড় ভেঙ্গে যায়।

[আটটি ছবি]

এখানে এনেল এর ফটো রিপোর্টে খদরকভস্কি আর আলেক্সানিয়ানের ব্যাপারে একটি কথোপকথন তুলে ধরা হলো:

সেরগ্রাচাঃ আর উনি কে?

আন্নুয়াক২০০৫: ( আলেক্সানিয়ান ব্যাপারে একটা রুশ ভাষার লিঙ্ক দিয়ে)

আমি এখনো বুঝি না কিসের জন্য তার বিচার হচ্ছে।

দাও_বি: তার বিচার হয় নি। বিচার কাজ শুরু হয় নি। দুই বছর তাকে বিচার পূর্ববর্তী সেন্টারে রাখা হয়েছে। তারা বারবার ব্যর্থ হচ্ছে তার কাছ থেকে খদরকভস্কির বিরুদ্ধে কোন সাক্ষ্য যোগাড় করতে।

আন্নুয়াক২০০৫: খদরকভস্কির বিরুদ্ধে তাদের কি আরো সাক্ষ্য দরকার? সে তো জেলে , তাই না?

হেরাল্ড: তার সাজার খুব বেশী বাকি নাই।তাই শাসকরা চাচ্ছে তাকে আর এক দফা জেলে পুরতে।

এলজে ব্যবহারকারী দ্রুগিও ফেব্রুয়ারি ১ এর রেলিতে ছিলেন, আর তার ব্লগের লেখায় এ পর্যন্ত ৫৪৩ টি মন্তব্য পরেছে। কোন কোন ব্লগার আলেক্সানিয়ানের ব্যাপারে বিরূপ ভাব দেখিয়েছে, আর অনেকে এই ব্যবহারে অবাক হয়েছে।

নীচে একটি সাধারণ কথোপকথন:

লুসিড: ৬টি মন্তব্যের মধ্যে ৫ টা ঘৃণার। (বোঝায়) কোন মাত্রায় আপনাদের মস্তিষ্ক পুতিন এর প্রোপাগান্ডায় ধোলাই হয়েছে। যারা মৃত্যুপথযাত্রীর দিকে তাকিয়ে হাসে তারা অমানুষ।

বু_চ আরা: যারা প্রাকৃতিক সম্পদ লুটে বড়লোক হয় তারাও অমানুষ। কিন্তু তুমি যদি চুরি করো, তাহলে তোমাকে তৈরি থাকতে হবে যে দেরিতে হলেও তুমি ধরা পড়বে।

Exit mobile version