আফ্রিকা: নাজী হলোকাস্টের কালো শিকার

ব্ল্যাক লুকস ব্লগ লিখছে:

“অবশেষে নাজী হলোকাস্টের এক কালো শিকারের বাড়ীর বাইরে একটি স্মৃতিচিহ্ন বসানো হলো – অপাংতেয়কে নাম দেয়া হলো। তান্জানিয়ার মাহজুব বিন আদম মোহামেদ একজন জার্মান মহিলাকে বিয়ে করে জার্মানীতে বসবাস করছিলেন এবং নাজী বাহিনী তাকে ভিন্ন জাতির মধ্যে বিয়ে করার অপরাধে দোষী সাব্যস্ত করে এবং গ্রেফতার করে। তিনি ১৯৪৪ সালের নভেম্বরে যাক্সেনহাউজেন কন্সেন্ট্রেশন ক্যাম্পে মৃত্যুবরন করেন।”

ছবি: রিমার

Exit mobile version