ইউরোপ: ১৯৪৪ সালে রোমা জনগোষ্ঠী নিধন

পেশাস জিপসী গিতান ব্লগ ১৯৪৪ সালে নাৎসী বাহিনী দ্বারা রোমা জনগোষ্ঠী নিধন নিয়ে লিখছেন: “রোমারা খুব কমই লিখিত রেকর্ড রাখত। বংশের পূর্বসুরীদের তারা মনে রাখত এবং তাদের কথা মুখে মুখে ছড়াত। মৃত্যু ক্যাম্পগুলোতে যাদের নিধন করা হয়েছে তারা শুধু মারাই যাননি, তারা এবং তাদের পূর্বসূরীরা বর্তমান জগৎ থেকে হারিয়ে গেছে..একেবারেই।”

-ভেরোনিকা খখলোভা

Exit mobile version