আফ্রিকা: ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের অর্থায়নের জায়গা

নুবিয়ান চিতাহ ব্লগ আলোচনা করছেন বর্তমানে নেয়া আফ্রিকার ক্ষুদ্র ঋণ প্রকল্পগুলোর কিছু সমস্যার: “কিন্তু আফ্রিকায় ক্ষুদ্র ঋণ বাস্তবায়নে কিছু সমস্যা রয়েছে। আক্ষরিক অর্থেই ক্ষুদ্র ঋণ ৫০ থেকে ৫০০ ডলার পর্যন্ত ঋণ প্রদান করে থাকে একটি ছোট ব্যবসা প্রকল্প অধিগ্রহনের জন্য। কিন্তু আপনি যদি মালি সুদান জাম্বিয়া বা কেনিয়ার কোন গ্রামের কৃষক হন যাদের চাষের অনেক জমি রয়েছে তাহলে আপনার ভারী মেশিনারী লাগবে এই জমি চাষাবাদের জন্যে। আপনি তবে কুবাতো, জন ডিরি বা ক্যাটারপিলারের ভারী যানগুলো কিভাবে কিনবেন। ক্ষুদ্র ঋণ এক্ষেত্রে কোন সমাধান নয় যে খানে ৩০ হাজার থেকে ৫ লাখ ডলার অর্থ প্রয়োজন।”

Exit mobile version