ইরান: সাংস্কৃতিক ঐতিহ্যর বিরুদ্ধে সরকার

ইরানিয়ান ট্রুথ বলছেন: “সম্প্রতি কাশানে অবস্থিত ফিরুজানের সমাধি (আবু লুলু) ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। আমি ফিরুজানের সমাধীতে গিয়েছিলাম। এটি একটি সুন্দর ভাস্কর্য যা পারস্যের স্থাপত্য সৌন্দর্যকে উপস্থাপন করে এবং একই সাথে ইরানিয়ান পরিচয়, ধর্ম এবং ইতিহাসের সংগ্রামকে তুলে ধরে।  এই সমাধি ধ্বংস করার পেছনে মুল কারন হচ্ছে  ইসলামের ইতিহাসে ফিরুজানের বিতর্কিত ভুমিকা। অনেকে বিশ্বাস করেন যে তিনি দ্বিতীয় খলিফা উমরের মৃত্যুর জন্যে দায়ী ছিলেন।”

Exit mobile version